হট প‍্যান্ট-ডিপ নেক টপে তুখোড় শরীরী ভঙ্গিমা, ভাইরাল আদার নাচের ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বিশেষ কোনও ছবি তিনি না করলেও যথেষ্ট জনপ্রিয় আদা শর্মা (Adah sharma)। ১৯২০তে তাঁর অভিনয় দক্ষতা দিয়ে সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন। তারপর পরিণীতি চোপড়া ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘হাসি তো ফাসি’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই অনুরাগীদের জন্য নানা ছবি ভিডিয়ো শেয়ার করেন তিনি। ফের তাঁর একটি ভিডিও ঝড় তুলেছে নেটদুনিয়ায়।
এবার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে আদার। ‘শো গয়া ইয়ে জাঁহা’ গানের রিমিক্স ভার্শনে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাঁর সঙ্গে পা মিলিয়েছেন সানা খানের প্রাক্তন বয়ফ্রেন্ড তথা জনপ্রিয় কোরিওগ্রাফার মেলভিন লুইস। তবে এই ভিডিওটি গতবছরের হলেও নতুন করে ভাইরাল হয়েছে।

1002728 adah sharma is looking for a groom 107603 1200

https://www.instagram.com/p/B4jo5HEHUfa/?igshid=1s8blovsecl3m

তবে এর আগেও নাচের ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। গলি বয় ছবির মজবুরি গানের সঙ্গে ক্ল‍্যাসিকল নেচে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। এছাড়া যোগাতে যে আদা বেশ দক্ষ তা নতুন করে বলে দিতে হয়না। পাশাপাশি জিমন‍্যাস্টিক্সও তাঁর হাতের মুঠোয়। প্রায়ই এই সংক্রান্ত ভিডিও শেয়ার করেন আদা।

https://www.instagram.com/p/CCdC2mBnxnC/?igshid=2799ux6ytgny

লকডাউনে বাড়ি বসে থাকলেও ফিটনেস কিন্তু একদমই হারাননি তিনি। একটি ভিডিওতে দেখা গিয়েছিল শরীরচর্চা ও যোগা করতে করতেই ঘর পরিষ্কার করছেন আদা। এক সঙ্গে দিব‍্যি দুটো কাজই হয়ে যাচ্ছে।

https://www.instagram.com/p/CC3NnKcHL2S/?igshid=q1n69ip7phyw

আবার আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে নিজের পা দিয়ে অসাধারন কেরামতি দেখাচ্ছেন তিনি। ‘ওম শান্তি ওম’ ছবির ‘ম‍্যায় অগর কহু’ গানের সঙ্গে ভিডিওটি করেছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CA7Fww8nsgI/?igshid=63t8wc9dpck

 

প্রসঙ্গত, বলিউডে তেমন উল্লেখযোগ্য কোনও কাজ না করলেও দক্ষিণে বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে কাজ করেছেন আদা। তেলুগু ইন্ডাস্ট্রিতে আদা রীতিমত পরিচিত মুখ। ‘হার্ট অ্যাটাক’ ছবিতে তাঁর অভিনয় আলাদা ভাবে নজর কেড়েছিল সিনেপ্রেমীদের। ২০০৮ সালে অভিনয়ে প্রবেশ করার পর ১৯২০ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান আদা শর্মা।

Niranjana Nag

সম্পর্কিত খবর