বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের জন্য একদিকে যেমন কড়া অবস্থান, অন্যদিকে ভারতের (India) বিভিন্ন রাজ্যের জন্য একের পর এক চমক নিয়ে আসছেন গৌতম আদানি। কিছুদিন স্বাস্থ্য, শিক্ষা খাতে সামাজিক উন্নয়নের জন্য বিপুল অনুদানের কথা ঘোষণা করেছিলেন তিনি। এবার ফের হাত উপুড় করল আদানি গ্রুপ। এবারে আর ২-৩ হাজার কোটি নয়। একেবারে ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করা হল আদানি গোষ্ঠীর তরফে।
বিপুল অনুদানের (India) ঘোষণা করলেন আদানি পুত্র
কিছুদিন আগেই গিয়েছে শিল্পপতি গৌতম আদানির ছোট ছেলে জিৎ আদানির বিয়ের অনুষ্ঠান। দুই ছেলেই বাবার সঙ্গে কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে যোগ দিয়েছেন ব্যবসায়। এবার নতুন অনুদানের (India) কথা ঘোষণা করলেন শিল্পপতির বড় ছেলে করণ আদানি। আদানি পোর্ট অ্যান্ড সেজ লিমিটের ম্যানেজিং ডিরেক্টর তিনি। সম্প্রতি ইনভেস্ট কেরল গ্লোবাল সামিটে এই বিপুল বিনিয়োগের (India) ঘোষণা করেছেন তিনি।
কোন রাজ্যে হবে বিনিয়োগ: ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে কেরলে (India)। সঙ্গে প্রচুর কর্মসংস্থানের ঘোষণাও করা হয়েছে আদানি পোর্ট অ্যান্ড সেজ লিমিটেডের তরফে। ২০১৫ সালে কেরলের ভিজিনজাম বন্দরের দায়িত্ব পেয়েছিল আদানি সংস্থা। এখনো পর্যন্ত ৫০০০ কোটি টাকা এই বন্দরের জন্য ব্যয় করেছে আদানি গ্রুপ। এবার আরো ২০ হাজার কোটি টাকা ব্যয় করা হবে এই বন্দরে (India)।
আরো পড়ুন : অবশেষে অপেক্ষার অবসান! চিন-রাশিয়াকে টক্কর দিয়ে “হাইপারসনিক যুগ”-এ মেগা এন্ট্রি ভারতের
কোন কোন খাতে ব্যয় হবে: কেরলকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে আদানি গোষ্ঠীর। সংস্থার তরফে জানানো হয়েছে, ত্রিবান্দ্রম আন্তর্জাতিক বিমানবন্দরের (India) যাত্রী ধারণ ক্ষমতা ১২ মিলিয়নে নিয়ে যেতে ৫,৫০০ কোটি টাকা ব্যয় করা হবে। অন্যদিকে কোচিতে একটি লজিস্টিক এবং ই কমার্স হাবও তৈরি হতে চলেছে। সেই সঙ্গে সিমেন্ট উৎপাদন বৃদ্ধির দিকেও নজর দেবে আদানি গোষ্ঠী।
আরো পড়ুন : বয়স ২০-র গণ্ডি পেরোতেই বাগদান সারছেন ‘মুন্নি’, এত কম বয়সেই বিয়ের সিদ্ধান্ত কেন? মুখ খুললেন অনন্যা
উল্লেখ্য, এর আগে ছোট ছেলের বিয়ে উপলক্ষে সামাজিক কল্যাণের জন্য ১০ হাজার কোটি টাকা অনুদান ঘোষণা করেছিলেন গৌতম আদানি। তারপর আরো ২ হাজার কোটি টাকা অনুদান দেওয়ার কথা জানিয়েছিলেন শিল্পপতি। দেশজুড়ে (India) প্রায় ২০ টি স্কুল তৈরিতে ব্যয় হবে এই টাকা।
‘আই-প্যাক অসৎ, টাকা নিয়ে..,’ এ বার ফুঁসে উঠলেন কল্যাণ, একি ফাঁস করলেন!