৮৬ কোটি টাকায় হল “ডিল”, এবার এই কোম্পানি কিনে ফেললেন আদানি

Published on:

Published on:

Adani Group bought this company.

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের খবরের শিরোনামে উঠে এল আদানি গ্রুপ (Adani Group)। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আদানি গ্রুপের কোম্পানি আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড (AEL) একটি বড় চুক্তি করেছে। মূলত, AEL-এর আদানিকনেক্স প্রাইভেট লিমিটেড নামে একটি জয়েন ভেঞ্চার কোম্পানি রয়েছে। এমতাবস্থায়, আদানিকনেক্স এবার গ্রন্থিক রিয়েলটার্স প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা কিনেছে।

বড় পদক্ষেপ আদানি গ্রুপের (Adani Group):

উল্লেখ্য যে, এই চুক্তিটি ৮৫.৯৯ কোটি টাকায় সম্পন্ন হয়েছে বলেও জানা গিয়েছে। শুক্রবার কোম্পানিটি স্টক এক্সচেঞ্জকে এই তথ্য দিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আদানিকনেক্স উইন্ডসন প্রজেক্টস এলএলপি এবং তার নমিনিজের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়। যার মাধ্যমে, গত ২৬ জুন, ২০২৫ তারিখে গ্রন্থিকের সমস্ত শেয়ার কেনা হয়েছিল।

Adani Group bought this company.

AEL জানিয়েছে যে, এই চুক্তি আদানিকনেক্সকে পরিকাঠামোগত উন্নয়নে সহায়তা করবে। গ্রন্থিক এখনও কাজ শুরু করেনি, তবে তাদের কাছে জমি এবং প্রয়োজনীয় লাইসেন্স রয়েছে। এর ফলে আদানিকনেক্সের জন্য প্রকল্পটি শুরু করা সহজ হবে। এদিকে, সাম্প্রতিক সময়ে আদানি গ্রুপ (Adani Group) ইতিমধ্যেই অনেক কোম্পানি অধিগ্রহণ করেছে।

আরও পড়ুন: এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? কী পরিকল্পনা BCCI-র? মিলল আপডেট

গ্রন্থিক রিয়েলটর্স কী করে: গ্রন্থিক রিয়েলটর্স ২০২৩ সালের মে মাসে মুম্বাইতে রেজিস্টার্ড হয়। ওই কোম্পানিটি পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কাজ করে। কোম্পানিটি বলেছে যে, এই চুক্তিটি রিলেটেড পার্টি নর্মসের আওতায় আসে না। এর অর্থ হল এই চুক্তিটি গ্রুপের অন্য কোনও কোম্পানির সাথে করা হয়নি। পাশাপাশি, এই চুক্তিটি নগদ অর্থে করা হয়েছে বলেও জানা গিয়েছে। এদিকে, এই চুক্তির প্রসঙ্গে আদানিকনেক্স তাদের বিবৃতিতে বলেছে, ‘এই অধিগ্রহণটি আমাদের পরিকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ।” অর্থাৎ, কোম্পানিটি পরিকাঠামো আরও শক্তিশালী করতে চায়।

আরও পড়ুন: রথযাত্রায় জীবনে কীভাবে আসবে সুখ-সমৃদ্ধি? পুণ্য দিনের বিশেষ মাহাত্ম্য জানালেন মহন্ত স্বামী মহারাজ

শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে: এদিকে, এই চুক্তির পর, শুক্রবার আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের (Adani Group) শেয়ারের দাম বেড়েছে। শুক্রবার শেয়ারটিতে ২.৩২ শতাংশ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। বর্তমানে এটি ২,৬৪৬.৩০ টাকায় পৌঁছেছে। এই শেয়ারে বেশ কিছুদিন ধরেই অনেক ওঠানামা করছে। এক মাসে শেয়ারটি থেকে রিটার্ন এসেছে প্রায় ৩.৫০ শতাংশ। যদিও, গত এক বছরে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড শেয়ারে প্রায় ১৭ শতাংশের পতন ঘটেছে।