আদানির কাছে NDTV-র স্টক বেচে দিলেন প্রতিষ্ঠাতা রায় দম্পতি! ৬০২ কোটিতে হল চুক্তি

বাংলা হান্ট ডেস্ক : অবশেষে এনডিটিভির (NDTV) প্রতিষ্ঠাতা প্রণয় রায় (Prannoy Roy) ও তাঁর স্ত্রী রাধিকা রায়ের (Radhika Roy) ২৭.২৬ শতাংশ শেয়ার কিনে নিল আদানি গ্রুপ (Adani Group)। গতকাল শুক্রবার ৩০ ডিসেম্বর আদানি গ্রুপ এই বিশেষ বিবৃতিতে এই খবর জানিয়েছে।

গত ২৩ ডিসেম্বর প্রণয় রায় ও রাধিকা রায় ঘোষণা করেন, তাদের হাতে থাকা এনডিটিভির ৩২.২৬ শতাংশ শেয়ারের মধ্যে ২৭.২৬ শতাংশ শেয়ার বিক্রি করে দেবেন। এই শেয়ার বিক্রির ফলে এনডিটিভিতে প্রণয় রায় ও রাধিকার শেয়ার থাকল মাত্র ৫ শতাংশ। আদানি গ্রুপ জানায়, প্রতি শেয়ার তারা ৩৪২.৬৫ টাকা মূল্যে কিনেছে রায় দম্পতির কাছ থেকে। গতকাল ৩০ ডিসেম্বর এ শেয়ার কেনার কাজ সরকারি ভাবে শেষ হয়েছে।

   

ndtv 2

প্রথম দিকে গৌতম আদানি এনডিটিভির ৩৭ শতাংশ শেয়ার কেনেন। নতুন করে ২৭.২৬ শতাংশ শেয়ার কেনার ফলে এন়ডিটিভির ৬৪.৭১ শতাংশ শেয়ার আদানির নিয়ন্ত্রণে চলে আসে। এর মাধ্যমে ভারতের স্বাধীন সংবাদমাধ্যম হিসেবে পরিচিত এনডিটিভিতে আদানি পরিবারের একক আধিপত্য প্রতিষ্ঠিত হয়। প্রসঙ্গত, গত সপ্তাহেই এনডিটিভি পরিচালনা পর্ষদে আদানি গ্রুপ মনোনীত দুইজন পরিচালক নিয়োগ করা হয়। তারা হলেন সঞ্জয় পুগালিয়া ও সেন্থিল সিনিয়াহ চেঙ্গালভারায়ণ।

এর আগে শেয়ার বাজারে দেওয়া বিবৃতিতে প্রণয়, রাধিকা বলেন, ‘আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এনডিটিভির বেশির ভাগ শেয়ার এএমজি মিডিয়া নেটওয়ার্কের হাতে তুলে দেব।’ প্রসঙ্গত, এএমজি মিডিয়া নেটওয়ার্ক আদানি গোষ্ঠীর একটি সংস্থা, যাদের উপর এনডিটিভির মূল পরিচালনভার। এনডিটিভিতে প্রণয়, রাধিকার হাতে ছিল ৩২.২৬ শতাংশ শেয়ার। অন্য দিকে, আদানিদের হাতে চলে এল ৩৭.৪৪ শতাংশ শেয়ার।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর