বড় পদক্ষেপ! এবার এই বিশেষ কারণে আরও ২ টি কোম্পানি গঠন করল আদানি গ্রুপ

Published on:

Published on:

Adani Group forms 2 more companies.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপের (Adani Group) অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা আদানি গ্রিন এনার্জি (Adani Green Energy) এবার বড় পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ক্লিন এনার্জির উৎপাদন এবং ডিস্ট্রিবিউশনের জন্য ২ টি কোম্পানি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই আদানি গ্রিন এনার্জি স্টক এক্সচেঞ্জের একটি ফাইলিংয়ে জানিয়েছে যে, ওই সংস্থার সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান আদানি সোলার এনার্জি লিমিটেড (ASUKAL) গুজরাটে ২ টি সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান স্থাপন করেছে।

বড় পদক্ষেপ আদানি গ্রুপের (Adani Group):

ওই সংস্থাগুলির নাম হল আদানি হাইড্রো এনার্জি থার্টিন (AHE13) এবং আদানি হাইড্রো এনার্জি সিক্সটিন (AHE16)। সংস্থাটি জানিয়েছে AHE13L এবং AHE16L-এর মূল উদ্দেশ্য হল উইন্ড এনার্জি, সোলার এনার্জি বা অন্যান্য রিনিউয়াবল উৎসগুলি থেকে যেকোনও ধরণের বৈদ্যুতিক শক্তির উৎপন্ন, বিকাশ, রূপান্তর, বিতরণ, বিক্রয় এবং সরবরাহ করা।

Adani Group forms 2 more companies.

শুক্রবার শেয়ারটির দাম কিছুটা কমেছে: জানিয়ে রাখি যে, শুক্রবার আদানি গ্রিনের শেয়ারের দাম ২.৭৯ শতাংশ কমে ১০২৯.৭৫ টাকায় বন্ধ হয়েছে। এই শেয়ারটির ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ১,৪৪৫ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ৭৫৮ টাকা।

আরও পড়ুন: T20 বিশ্বকাপে কবে-কোথায় হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? মিলল আপডেট

ত্রৈমাসিক ফলাফল: চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর ত্রৈমাসিকে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের নিট মুনাফা বার্ষিক ভিত্তিতে ২৮ শতাংশ বেড়ে ৬৪৪ কোটি টাকা হয়েছে। আগের অর্থবর্ষ অর্থাৎ ২০২৪-২৫ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে কোম্পানিটি ৫১৫ কোটি টাকা লাভের কথা জানিয়েছিল।

আরও পড়ুন: দেশের অর্থনীতি হবে আরও চাঙ্গা! GDP সিস্টেমে হচ্ছে বিরাট বদল, বড় পদক্ষেপ সরকারের

এদিকে, বিদ্যুৎ সরবরাহ থেকে কোম্পানির আয় বছরে ২,৩০৮ কোটি টাকা থেকে বেড়ে ২,৭৭৬ কোটি টাকা হয়েছে। তবেএই সময়ের মধ্যে, বার্ষিক ভিত্তিতে মোট আয় ৩,৩৯৬ কোটি টাকা থেকে কমে ৩,২৪৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। মোট ব্যয় দাঁড়িয়েছে ২,৮৭৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে এটি ছিল ২,৮৫৭ কোটি টাকা। জানিয়ে রাখি যে, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এর কার্যক্ষমতা ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬.৭ গিগাওয়াটে পৌঁছেছে। তবে, কোম্পানিটি এখন ৫০ গিগাওয়াট লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা অনুসারে এগিয়ে চলেছে।