বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার আদানি গ্রুপ (Adani Group) একটি বিরাট নজির গড়েছে। মূলত, আদানি সোলার দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ১৫,০০০ মেগাওয়াটেরও বেশি সোলার মডিউল সরবরাহ করে একটি বড় মাইলফলক অর্জন করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তারা এই কৃতিত্ব অর্জনকারী প্রথম এবং দ্রুততম ভারতীয় প্রস্তুতকারী হয়ে উঠেছে। ইতিমধ্যেই আধিকারিকরা জানিয়েছেন, মোট শিপমেন্টের মধ্যে ১০,০০০ মেগাওয়াট ভারতে মোতায়েন করা হয়েছে এবং ৫,০০০ মেগাওয়াট বিদেশে রফতানি করা হয়। যা প্রায় ৭,৫০০ ফুটবল মাঠ কভার করতে সক্ষম ২৮ মিলিয়ন মডিউলের সমতুল্য।
আদানি গ্রুপ (Adani Group) একটি বিরাট নজির গড়েছে:
এই মডিউলগুলির প্রায় ৭০ শতাংশ আদানির (Adani Group) ভারতে তৈরি সৌর কোষ ব্যবহার করে তৈরি করা হয়েছে। যা মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোম্পানির ভূমিকাকে শক্তিশালী করেছে। জানিয়ে রাখি যে, আদানি সোলার আগামী অর্থবর্ষের মধ্যে তার উৎপাদন ক্ষমতা ৪,০০০ মেগাওয়াট থেকে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করে ১০,০০০ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা করেছে এবং আগামী বছরগুলিতে অতিরিক্ত ১৫,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নিয়েছে।

ভারতীয় কোম্পানি: গবেষণা সংস্থা উড ম্যাকেঞ্জির মতে, এই কোম্পানিটিই একমাত্র ভারতীয় প্রস্তুতকারী সংস্থা যেটি বিশ্বের শীর্ষ ১০ টি সোলার মডিউল উৎপাদকের মধ্যে স্থান পেয়েছে। উড ম্যাকেঞ্জি গত সপ্তাহে এক রিপোর্টে বলেছে, ভারতের সোলার মডিউল উৎপাদন ক্ষমতা ২০২৫ সালের মধ্যে ১২৫ গিগাওয়াট ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। যা দেশীয় বাজারের চাহিদার প্রায় ৪০ গিগাওয়াটের ৩ গুণেরও বেশি।
আরও পড়ুন: ক্রমশ বাড়ছে প্রফিট! শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে এই ৩ টি ফার্মা কোম্পানি
“এ পারফেক্ট ওয়েভ ইন দ্য ইন্ডিয়ান সোলার সাপ্লাই চেইন” শীর্ষক রিপোর্টে বলা হয়েছে যে, নিকট ভবিষ্যতে চ্যালেঞ্জ সত্ত্বেও, চিনের সাপ্লাই চেনের শৃঙ্খলের আধিপত্যের বৃহৎ পরিসরে বিকল্প হয়ে ওঠার স্পষ্ট সম্ভাবনা ভারতের রয়েছে। ৩৫ টি বিশেষায়িত চ্যানেল অংশীদারের মাধ্যমে ৫৫০ টিরও বেশি জেলায় খুচরো বিক্রেতার উপস্থিতির ওপর ভর করে, আদানি সোলার ভারতের বৃহত্তম সোনার মডিউল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পরিচালনা করে।
গ্রিন এনার্জির দিকে একটি বড় পদক্ষেপ: কোম্পানির (Adani Group) এক মুখপাত্র জানিয়েছেন, “আমাদের ১৫,০০০ মেগাওয়াট লক্ষ্যমাত্রা ভারতের জ্বালানি স্বাধীনতা এবং ক্লিন এনার্জি ভবিষ্যতের প্রতি আদানি সোলারের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে।” আধিকারিকরা জানিয়েছেন, আদানি সোলারের এই চুক্তির প্রভাবের মধ্যে রয়েছে সাশ্রয়ী মূল্যের সৌরশক্তির মাধ্যমে ৫০ লক্ষ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ, ২,৫০০ পরিবেশবান্ধব কর্মসংস্থান তৈরি, বার্ষিক ৬০ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস এবং ৬৫,০০০ কিলোমিটার বিস্তৃত মডিউলের পরিকল্পনা। যা পৃথিবীকে ১.৫ বার প্রদক্ষিণ করার জন্য যথেষ্ট। ভারতের সৌরশক্তি উৎপাদন ক্ষমতা ২০১৪ সালে ২.৩ গিগাওয়াট থেকে বেড়ে ২০২৫ সালের মধ্যে আনুমানিক ১০০ গিগাওয়াটে পৌঁছেছে। ১০০ টিরও বেশি দেশীয় প্রস্তুতকারী সংস্থা এখন এই সেক্টরে সক্রিয় হয়ে রয়েছে।













