বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, দেউলিয়া প্রক্রিয়ার মাধ্যমে জয়প্রকাশ অ্যাসোসিয়েটস লিমিটেড (JAL)-এর অধিগ্রহণের জন্য আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড (Adani Group) সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হতে পারে। সেপ্টেম্বরের শুরুতে মাইনিং সেক্টরের বড় সংস্থা বেদান্ত গ্রুপ শীর্ষস্থানীয় দরদাতা হিসেবে বিবেচিত হয়। তারা সর্বোচ্চ ১২,৫০৫ কোটি টাকার দর দিয়ে আদানি গ্রুপকে ছাড়িয়ে যায়। নিলামটি জেপি অ্যাসোসিয়েটস লিমিটেড (JAL)-এর জন্য পরিচালিত হয়েছিল। যার ব্যবসা রিয়েল এস্টেট থেকে শুরু করে সিমেন্ট, জ্বালানি, হোটেল এবং রাস্তা নির্মাণের মতো সেক্টরে ছড়িয়ে আছে।
আদানি গ্রুপের (Adani Group) ঝুলিতে আসতে পারে এই সংস্থা:
ডালমিয়া, জিন্দাল কোম্পানিগুলি বিড করেনি: এদিকে, ডালমিয়া সিমেন্ট (ইন্ডিয়া) লিমিটেড, জিন্দাল পাওয়ার লিমিটেড এবং পিএনসি ইনফ্রাটেক লিমিটেড এই নিলাম প্রক্রিয়ায় বিড করেনি। ঋণদাতারা পরবর্তীতে দরপত্রের মূল্য বৃদ্ধি এবং সর্বাধিক আদায়ের জন্য এই ৫ টি কোম্পানির সঙ্গে আলোচনায় লিপ্ত হয়। যার ফলে, ১৪ অক্টোবর, এই ৫ টি দরদাতা সিল করা খামে নতুন স্বাক্ষরিত রেজোলিউশন পরিকল্পনা জমা দেয়।

ঋণদাতাদের কমিটি বৈঠক করেছে: সংবাদ সংস্থা PTI সূত্রের অনুসারে, JAL-এর কমিটি অফ ক্রেডিটরস (CoC) গত সপ্তাহে এই বিস্তৃত সমাধান পরিকল্পনাগুলি নিয়ে আলোচনা করতে এবং তাদের সম্ভাব্যতা মূল্যায়ন করতে বৈঠক করেছে। জানা গিয়েছে, CoC প্রতিষ্ঠিত মানদণ্ডের ভিত্তিতে সমস্ত রেজোলিউশন পরিকল্পনা মূল্যায়ন করেছে। এই প্রক্রিয়ায় আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের (Adani Group) পরিকল্পনা সর্বোচ্চ রেটিং পেয়েছে। ডালমিয়া সিমেন্ট (ইন্ডিয়া) লিমিটেড দ্বিতীয় এবং বেদান্ত লিমিটেড তৃতীয় স্থান অধিকার করেছে। সূত্র জানিয়েছে যে, সমাধান পরিকল্পনাটি এখন আগামী ২ সপ্তাহের মধ্যে CoC-তে ভোটের জন্য রাখা হতে পারে।
আরও পড়ুন: প্রতি শেয়ারে ৯০ টাকার ডিভিডেন্ড দিচ্ছে এই কোম্পানি! আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
সূত্রের খবর অনুযায়ী, ডালমিয়ার প্রকল্পগুলির অর্থপ্রদান JAL এবং উন্নয়ন কর্তৃপক্ষ যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির (YEIDA) মধ্যে বিচারাধীন মামলার উপর সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলে বোঝা যাচ্ছে। এদিকে, আদানি গ্রুপ (Adani Group) ২ বছরের মধ্যে ঋণদাতাদের ঋণ পরিশোধের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে বেদান্ত জানিয়েছে যে তারা ৫ বছরের মধ্যে কিস্তিতে ঋণ পরিশোধ করবে।
আরও পড়ুন: অনলাইনে গোল্ড কেনার আগে হয়ে যান সাবধান! বিনিয়োগকারীদের সতর্ক করল SEBI
প্রাক্তন প্রোমোটাররাও একটি প্রস্তাব দিয়েছিলেন: গত মাসে, জেপি অ্যাসোসিয়েটসের প্রাক্তন প্রোমোটাররাও ব্যাঙ্কগুলির সঙ্গে মীমাংসার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তারা ফান্ডের উৎস সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য প্রদান করেননি। সূত্রের খবর, দেউলিয়া নিষ্পত্তি প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য প্রায়শই এই ধরণের প্রস্তাব দেওয়া হয়।












