গৌতম আদানির নাম যুক্ত হতেই রকেটের গতি এই কোম্পানির শেয়ারে! কেনার জন্য শুরু হুড়োহুড়ি

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক বিস্তার ঘটাচ্ছেন। সেই রেশ বজায় রেখেই সিভিল কনস্ট্রাকশনের সাথে যুক্ত কোম্পানি PSP প্রোজেক্টসে এবার অংশীদারিত্ব কেনার মুডে রয়েছে আদানি গ্রুপ (Adani Group)। এদিকে, এই খবর সামনে আসার পরেই PSP প্রোজেক্টসের শেয়ার কেনার জন্য ভিড় দেখা গেছে।

কোম্পানির অংশীদারিত্ব কিনতে আগ্রহী আদানি গ্রুপ (Adani Group):

মঙ্গলবার অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় দিন, এই শেয়ারের দাম প্রায় 15 শতাংশ বেড়ে 734.75 টাকা হয়েছে। ফেব্রুয়ারি মাসে এই শেয়ারটির দাম 809.95 টাকায় পৌঁছেছিল। এটি এই শেয়ারের 52-সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। যেখানে, 2024 সালের অক্টোবরে এই শেয়ারের দাম ছিল 52 সপ্তাহের সর্বনিম্ন 566.50 টাকা। অর্থাৎ, এই শেয়ার খুব দ্রুত রিকভারি করছে।

Adani Group wants to buy shares of this company.

আদানি গ্রুপের সঙ্গে আলোচনা চলছে: জানিয়ে রাখি যে, আদানি গ্রুপ (Adani Group) গুজরাট স্থিত এই কনস্ট্রাকশন কোম্পানিতে সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব অর্জনের জন্য আলোচনা করছে। বিষয়টির সাথে জ্ঞাত সূত্র CNBC-TV18-কে জানিয়েছে যে আদানি গ্রুপ কোম্পানির 60.14 শতাংশ শেয়ার কিনতে পারে। এদিকে, চুক্তিটি সম্পন্ন হলে, 26 শতাংশ পাবলিক শেয়ার হোল্ডিংয়ের জন্য অফার ফর সেল চালু করা যেতে পারে। তবে, CNBC-TV18 আদানি গ্রুপ এবং PSP প্রোজেক্টসের সাথে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে যোগাযোগ করলেও উভয় তরফ থেকেই কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: পাকিস্তানে টিম হোটেলে বিধ্বংসী আগুন! কোনও রকমে প্রাণে বাঁচলেন ৫ ক্রিকেটার, মুখ পুড়ল PCB-র

আমরা যদি PSP প্রোজেক্টসের শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে প্রোমোটারদের কাছে 60.14 শতাংশ শেয়ার রয়েছে। যেখানে, পাবলিক শেয়ার হোল্ডারদের 39.86 শতাংশ শেয়ার রয়েছে। প্রোমোটারদের মধ্যে, প্রহ্লাদভাই এস প্যাটেলের 1,89,34,308 টি শেয়ার বা কোম্পানিতে 47.76 শতাংশ শেয়ার রয়েছে। পাশাপাশি, পূজা প্যাটেলের এই কোম্পানির 2.52 শতাংশ শেয়ার রয়েছে। এছাড়াও, সাগর প্যাটেলের এই কোম্পানিতে 5.05 শতাংশ শেয়ার রয়েছে।

আরও পড়ুন: ক্রিকেট মাঠে ভয়াবহ দুর্ঘটনা! ব্যাটারের শটে গুরুতর আহত আম্পায়ার, ভর্তি হাসপাতালে

আদানি গ্রুপের লক্ষ্য: জানিয়ে রাখি যে, এই সম্ভাব্য চুক্তি আদানি গ্রুপের (Adani Group) উচ্চাভিলাষী অধিগ্রহণ কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই অর্থবর্ষের শেষ নাগাদ গ্রুপটি 5 থেকে 7 বিলিয়ন ডলারের বিনিয়োগ করার পরিকল্পনা করছে বলে খবর রয়েছে। এমতাবস্থায়, আদানি গ্রুপের লক্ষ্য হল সিমেন্ট থেকে শুরু করে বিমানবন্দর, প্রতিরক্ষা, বন্দর, বিদ্যুৎ এবং ভোগ্যপণ্যের মতো সেক্টরে নিজের সম্প্রসারণ ঘটানো।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর