আদানিকে লোন দেওয়া নিয়ে আরো বড় বিপদে SBI, লগ্নিকারী কোটিপতি সংস্থা দিল এই হুমকি

Published On:

আদানি গ্রুপকে (adani group) ঋণ দেওয়াকে কেন্দ্র করে এই মুহুর্তে SBI এর বিরুদ্ধে ক্ষোভে ফু্ঁসছে একাধিক মহল। ফরাসী সংস্থা আমুন্ডি সরাসরি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে হুমকি দিয়েছে যদি অস্ট্রেলিয়ায় আদানির কারমাইকেল কয়লা খনিতে ব্যাংক পাঁচ হাজার কোটি টাকা ঋণ ফিরিয়ে না নেয়, তবে বন্ড বিক্রি করে দেবে তারা।

এসবিআইকে ফরাসী সংস্থা হুমকি দিয়ে
সংস্থাটির ইনস্টিটিশনাল কর্পোরেট ক্লায়েন্টস ও ইএসজি জিন জ্যাক বার্বোউরিস ডিরেক্টর বলেছেন যে “আমরা মনে করি যে এসবিআইয়ের আদানী গ্রুপের এই প্রকল্পের অর্থায়ন করা উচিত নয়, যদিও এটি তাদের সিদ্ধান্ত হবে, তবে আমরা তা করব তবে এটি খুব স্পষ্ট যে তারা যদি তা করে থাকে তবে আমরা তত্ক্ষণাত বন্ডগুলি বিক্রয় করব।”

তিনি বলেছিলেন, ‘খনিটিকে অর্থায়ন করা গ্রীন বন্ডের অর্থায়নের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) এর কার্যক্রমের বিরুদ্ধে হবে। আমরা এসবিআইয়ের সাথে এ বিষয়ে কথা বলেছি এবং লোন না দিতে বলেছি, এখন আমরা তাদের জবাবের অপেক্ষায় রয়েছি।

আমুন্ডি আম্বুদি প্ল্যানেট গ্রিন ইমার্জিং ফান্ডের আওতায় এসবিআইয়ের গ্রীন বন্ডের মালিক। ভারতের বৃহত্তম রাষ্ট্রায়িত ব্যাংক এসবিআই অস্ট্রেলিয়ার বিতর্কিত কয়লা খনি প্রকল্পে অর্থায়ন করছে।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে আদানির বহু মিলিয়ন ডলারের কারমাইকেল কয়লা খনি শুরু থেকেই বিতর্কিত ছিল। প্রকল্পটি পরিবেশের জন্য অত্যন্ত মারাত্মক হিসাবে বর্ণনা করা হয়েছিল। ইতিমধ্যেই সেখানে প্রচুর বিক্ষোভ হয়েছে।

অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিছু লোক আদনিকে লোন না দেওয়ার ব্যানার দাবি করছিল। বিক্ষোভকারীরাও পোস্টার নিয়ে মাঠে নেমেছিল, তারা ”No $1b Adani loan.”
লেখা টিশার্টও পরে। বেশ কয়েকজন প্রতিবাদকারী সিডনি গ্রাউন্ডের বাইরে জড়ো হয়েছিল।

 

X