বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানির গ্রুপের একাধিক কোম্পানি শেয়ার বাজারে (Share Market) লিস্টেড রয়েছে। তবে, সেগুলির মধ্যে এমন একটি কোম্পানি আছে যার শেয়ার পেনি ক্যাটাগরিতে পড়ে। ওই কোম্পানির নাম সাংঘি ইন্ডাস্ট্রিজ। এই সিমেন্ট কোম্পানির শেয়ারের দাম ৭০ টাকারও কম। এবার কোম্পানিটিতে একটি গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে।
আদানি গ্রুপের পেনি ক্যাটাগরির শেয়ার (Share Market):
শেয়ারের অবস্থা: গত শুক্রবার সাংঘি ইন্ডাস্ট্রিজের শেয়ারের (Share Market) দাম ৬৪.১৯ টাকায় বন্ধ হয়েছে। এই শেয়ারের দাম তার আগের দিনের তুলনায় ১ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। ২০২৫ সালের মার্চ মাসে, শেয়ারটি ৫০.১০ টাকার সর্বনিম্ন দামে পৌঁছেছিল। যেটি এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য হিসেবে বিবেচিত হয়। ২০২৪ সালের নভেম্বরে এই শেয়ারের দাম ছিল ৯০.৫২ টাকা। এটি ছিল এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য।
১ নভেম্বর বৈঠক সম্পন্ন হবে: উল্লেখ্য যে, সাংঘি ইন্ডাস্ট্রিজ BSE-কে জানিয়েছে যে, কোম্পানির নির্দেশক মন্ডলী আগামী ১ নভেম্বর, ২০২৫ তারিখে মিটিং করবে। যেখানে, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হওয়া ত্রৈমাসিকের জন্য কোম্পানির আন-আডিটেড আর্থিক ফলাফল বিবেচনা এবং অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। কোম্পানিটি জানিয়েছে যে, ওই বৈঠকটি (Share Market) নিয়মিত আর্থিক পর্যালোচনা প্রক্রিয়ার অংশ। যেখানে ত্রৈমাসিক কর্মক্ষমতা এবং রেভিনিউ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হবে।
আরও পড়ুন: দীপাবলির সবথেকে বড় উপহার! দীর্ঘ ২২ বছর পর IFA শিল্ড জিতল মোহনবাগান
আদানি পোর্টফোলিও প্রথম ত্রৈমাসিকে রেকর্ড মুনাফা অর্জন করছে: জানিয়ে রাখি যে, আদানি গ্রুপের লিস্টেড কোম্পানিগুলি (আদানি পোর্টফোলিও) চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ২৩,৭৯৩ কোটি টাকার রেকর্ড পরিচালন মুনাফা অর্জন করেছে। যা ইয়ার-টু-ইয়ার পরিসংখ্যানে ৩.৩ শতাংশ বেশি। ২০২৫ সালের জুনে শেষ হওয়া ১২ মাসে আদানির পোর্টফোলিও (Share Market) ৯০,৫৭২ কোটি টাকার নতুন রেকর্ড পরিচালন মুনাফা অর্জন করেছে। যেটিতে ইয়ার-টু-ইয়ার পরিসংখ্যানে ৯.৮ শতাংশ বৃদ্ধি ঘটেছে।
আরও পড়ুন: “আই লাভ মহম্মদ”-কে ঘিরে যোগীরাজ্যে কড়া অ্যাকশন! সেই স্লোগানই এবার খাস কলকাতায়! শুরু বিতর্ক
শেয়ারহোল্ডিং প্যাটার্ন: উল্লেখ্য যে, সাংঘি ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডিং (Share Market) প্যাটার্ন ৭৫ শতাংশ প্রোমোটারদের মালিকানাধীন। যার মধ্যে পাবলিক শেয়ারহোল্ডিং ২৫ শতাংশ। প্রোমোটারদের মধ্যে অম্বুজা সিমেন্টের কাছে ১৫,০০,৪৫,১০২ টি শেয়ার বা ৫৮.০৮ শতাংশ শেয়ার রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।