বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে টাউন কংগ্রেস কার্যালয়ে বৃহস্পতিবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করল বেশ কিছু কর্মী। কান্দির বিধায়ক সফিউল আলম খানের তত্ত্বাবধানে বড়ঞা ব্লকের প্রায় ৭০ জন সক্রিয় কর্মী ও সমর্থকেরা এদিন যোগদান করলেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী । বিজেপি-র ভার্চুয়াল কনফারেন্সের ভিত্তিতে অধীর চৌধুরী কটাক্ষের শুরে জানালেন, আমরা ভার্চুয়াল নয় একচুয়ালে অবস্থান করছি।
আগামী দিনে এইভাবে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের তৃণমূল দল থেকে বহু কর্মী কংগ্রেসে এসে যোগদান করবে। আগামী দিনে তৃণমূলের ভাঙনের সংক্রমণ অনেক হারে বাড়বে। কোরোনা সংক্রমনের অনেক আগে থেকেই ভারতের অর্থনীতি লাটে উঠেছিল।
এখন বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করে কোরোনার ঘাড়ে চাপিয়ে প্রধানমন্ত্রী নিজেকে বাঁচাতে চাইছেন। বাংলার চট শিল্প নিয়ে এখন বেশি চিন্তিত হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী আদতে বোঝাতে চাইছেন ভোট আসন্ন তাই বাংলাকে নিয়ে এত ভাবতে শুরু করেছেন।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে