বাংলাহান্ট ডেস্ক : কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ট্যুইট করে প্রশ্ন তোলেন, “রেল মন্ত্রক কেন্দ্রের করোনা তহবিলে ১৫১ কোটি টাকা দান করতে পারলে কেন পরিচয় শ্রমিকদের টিকিটের দাম মুকুব করছে না?”এদিকে বিরোধীরা এই পরিস্থিতি নিয়ে সমানে একের পর এক সমস্যা বাড়াচ্ছে।
প্রসঙ্গ কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার জন্য অনুমতি দিয়েছে এর পাশাপাশি ট্রেনের বন্দোবস্ত করেছ। কিন্তু এইসব গোলমাল এর মধ্যে রাজ্যের কথা নিয়ে ক্ষুব্ধ বিরোধী দলের লোকেরা। তারা জানায় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিযায়ীদের ফেরাতে আগ্রহ দেখাচ্ছেন না।আবার অধীর চৌধুরী একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, “আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করছি, তিনি পরিযায়ীদের ফেরাতে যথাযথ উদ্যোগী নন।”প
রিযায়ীদের ফেরানোর ক্ষেত্রে, পশ্চিমবঙ্গ সরকার যত ট্রেন চায় দেওয়া হবে, তার সাথে ৮৫% টিকিটের খরচে ভর্তুকিও দেওয়া হবে বলে জানান রেলমন্ত্রী শ্রী পীযুষ গোয়েল। আপাতত ফোনে এমনটাই কথা হয়েছে অধীর চৌধুরীর সাথে। দুটো ট্রেন পশ্চিমবঙ্গ সরকার চেয়েছে। আর সেই কথা মতন একটা কেরালা থেকে, আর একটা আজমের শরীফ থেকে ছাড়বে। কিন্তু লক্ষ লক্ষ লোক আটকে, দুটো ট্রেনে কি করে তারা ফিরবে।
সারা পৃথিবীতে এখন করোনা সংক্রমণের সংখ্যা প্রায় ৩৪ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে, আর করোনাতে মৃত্যুর কারণ রোজ বেড়েই চলছে।সারা পৃথিবীতে এখন করোনা সংক্রমণের সংখ্যা প্রায় রোজগার দিনে বাড়ছে, এদিকে রাজ্যে এও অবস্থা তেমন একটা ভালো নয় সব মিলিয়ে খুবই খারাপ পরিস্থিতি দিকে এগোচ্ছে সব।