বিজেপির কার্যকলাপ বলছে অযোধ্যা মামলার রায় তাঁরা জেনে গিয়েছে: অধীর চৌধুরী

শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ অযোধ্যা মামলার রায়দান করবে, তাই তার আগে দেশবাসীর উদ্দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অন্য দিকে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তত্পর থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷

images 2019 11 08T222155.834

তবে এ বার কেন্দ্রের অযোধ্যা মামলার রায়কে কেন্দ্র করে তত্পরতা নিয়ে কটাক্ষ করলেন লোকসভার সাংসদ অধীর চৌধুরী৷ মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে শুক্রবার অধীর চৌধুরী বিজেপি অযোধ্যা মামলার রায় আগে থেকে জেনে গিয়েছে বলে মন্তব্য করেন৷ পাশাপাশি, অযোধ্যা মামলার রায় নিয়ে দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি তোলেন৷

অন্যদিকে অযোধ্যা মামলার রায়দানের দিন ক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন৷ এর পরই যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে সমস্ত রকমের পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে, অস্থায়ী জেল থেকে শুরু করে দুটি হেলিকপ্টার এবং বেশি করে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷

একই সঙ্গে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন তিনি৷ অন্যদিকে বেশ কয়েক দিন আগে,অযোধ্যা প্রশাসনের তরফ থেকে সামাজিক মাধ্যমে কোনো রকম উত্তেজনা মূলক পোস্টে কমেন্ট শেয়ার করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ আগে থেকেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চার হাজার আধা সেনা পাঠিয়ে দেওয়া হয়েছে রাম জন্মভূমিতে৷

সম্পর্কিত খবর