আক্রান্ত কর্মীদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে অধীর, কালো পতাকার সঙ্গে উঠল গো ব্যাক স্লোগানও

বাংলাহান্ট ডেস্কঃ মুর্শিদাবাদে (murshidabad) কনভয় আটকে কালো পতাকা দেখানো হল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে (adhir chowdhuri)। পাশাপাশি উঠল ‘গো-ব্যাক’ স্লোগানও। আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে গিয়ে, হেনস্থা হতে হল কংগ্রেস সভাপতিকেই। ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি।

মুর্শিদাবাদের রানিনগরে ঝড়ু মণ্ডলসহ স্থানীয় বেশ কয়েকজন কংগ্রেস কর্মীর আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। অভিযোগ উঠেছিল, তাঁদের ঘরবাড়ি ভাঙচুর করে লুটপাট চালায় একদল দুষ্কৃতী। এমনকি তাঁদের পুকুরের মাছ নিয়ে যাওয়ার অভিযগ ওঠে। এই ঘটনায় খোদ কংগ্রেস সভাপতি সেখানে উপস্থিত হয়ে আক্রান্ত কর্মীদের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু কর্মীদের বাড়িতে যাওয়ার পথেই ঘটে বিঘ্ন, তাঁকে ঘিরে ওঠে ‘গো-ব্যাক’ স্লোগান।

bcbcb

ঘটনাটি ঘটে রানিনগরের গোধনপাড়ার কাছারি পাড়া এলাকায়। ওই এলাকায় অধীর চৌধুরীর কনভয় প্রবেশ করতেই, উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অধীর চৌধুরীকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সেইসঙ্গে দেখানো হয় কালো পতাকা, এমনকি দেওয়া হয় ‘গো-ব্যাক’ স্লোগানও।

ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। কোনক্রমে সেখান থেকে বিক্ষোভকারীদের সরানো হয় এবং আক্রান্ত কর্মীদের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন অধীর চৌধুরী। কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে তৃণমূলকে।

অপরদিকে তৃণমূলের দাবী, খুনীদের বড়িতে যাওয়ার কারণেই জনগণের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। এই ঘটনায় তৃণমূলের কোন হাত নেই। এই ঘটনার বিষয়ে দুপক্ষের মধ্যে দোষারোপের মাঝে উত্তপ্ত হয়ে ওঠে গোটা রানিনগর চত্ত্বর। এই ঘটনায় চাপানউতোর শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর