বাংলা হান্ট ডেস্কঃ ওয়ান নেশন ওয়ান ইলেকশন (One Nation One Election) নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। এটি একটি ৮ সদস্যের কমিটি হবে, যাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ছাড়াও কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury), প্রাক্তন রাজ্যসভা সাংসদ গুলাম নবি আজাদ, প্রাক্তন অর্থ কমিশনের চেয়ারম্যান এনকে সিং, লোকসভার প্রাক্তন সাধারণ সম্পাদক সুভাষ সি কাশ্যপ, সিনিয়র আইনজীবী হরিশ সালভে এবং প্রাক্তন সিভিসি সঞ্জয় কোঠারিকে অন্তর্ভুক্ত করা হবে।
এছাড়াও কমিটিতে বিশেষ আমন্ত্রিত থাকবেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ও আইন মন্ত্রণালয়ের সচিব। এই কমিটি অবিলম্বে কাজ শুরু করবে এবং এর সদর দপ্তর হবে নয়াদিল্লিতে। এই কমিটি অনাস্থা প্রস্তাব, দলত্যাগ বিরোধী আইন এবং ত্রিশঙ্কু বিধানসভা বা লোকসভার পরিস্থিতি বিশ্লেষণ করবে এবং সেই অনুযায়ী উপযুক্ত পরামর্শ দেবে।
এ বিষয়ে সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একযোগে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য গঠিত কোবিন্দ কমিটি অবিলম্বে কাজ শুরু করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সুপারিশ দেবে। সংবিধান সংশোধনের জন্য রাজ্যগুলির অনুমোদনের প্রয়োজন হবে কি না তা খতিয়ে দেখবে এই উচ্চ স্তরের কমিটি৷ এছাড়াও, একযোগে নির্বাচনের ক্ষেত্রে এটি একটি ত্রিশঙ্কু বিধানসভা, অনাস্থা প্রস্তাব বা দলত্যাগের কারণে উদীয়মান পরিস্থিতির প্রভাব বিশ্লেষণ করবে।
Govt of India constitutes 8-member committee to examine ‘One nation, One election’.
Former President Ram Nath Kovind appointed as Chairman of the committee. Union Home Minister Amit Shah, Congress MP Adhir Ranjan Chowdhury, Former Rajya Sabha LoP Ghulam Nabi Azad, and others… pic.twitter.com/Sk9sptonp0
— ANI (@ANI) September 2, 2023
বলে দিই যে, কেন্দ্রীয় সরকার প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ‘ওয়ান নেশন-ওয়ান ইলেকশন’-এর সম্ভাব্যতা খুঁজে বের করার জন্য একটি কমিটির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব অর্পণ করেছে, যার কারণে জল্পনা চলছে যে এবারের লোকসভা নির্বাচন আগে অনুষ্ঠিত হবে। ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচন এবং তারপর লোকসভা নির্বাচনের আগে এটি একটি বড় ইস্যু হয়ে উঠেছে এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে পিছনে ফেলে সাধারণ আলোচনার কেন্দ্রে এসেছে।
কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর নাম এই কমিটিতে থাকার পর জল্পনার সৃষ্টি হয়েছে। কারণ কংগ্রেস ছাড়া অন্য কোনও দলের নেতার নাম নেই। এখন প্রশ্ন এটাই উঠছে যে, বিজেপি কী তাহলে লোকসভা ভোটের আগে অধীরবাবুকে নিজেদের দিকে টানতে চাইছে? আপাতত এই নিয়েই জল্পনার সৃষ্টি হয়েছে।