‘স্পেনে যেতে পারেন কিন্তু মানুষের ব্যথা বোঝেন না’, জোটসঙ্গী মমতাকে তুলোধোনা অধীরের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ১২ দিন পর শনিবার বিদেশ সফর থেকে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেশে পা রেখেই বেজায় অসুস্থ তৃণমূল সুপ্রিমো। বাঁ পায়ের সেই পুরোনো চোটের ওপর স্পেনে গিয়ে ফের চোট পেয়েছেন মমতা। আপাতত ১০ দিনের জন্য মুখ্যমন্ত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এদিকে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সেই প্রথম থেকেই সুর চড়িয়েছেন বিরোধীরা। এবার সেই নিয়েই জোর আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

রবিবার মুর্শিদাবাদে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিদেশ টুরকে কটাক্ষ করে অধীর বলেন, “আগস্ট-সেপ্টেম্বরে যে রাজ্যে ডেঙ্গু (Dengue) পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে এই বিষয়ে আমরা আগেই সতর্ক করেছিলাম।”

অধীরের কথায়, “সরকারের উদাসীনতার জন্য আজকে এই পরিস্থিতি। আর এই পরিস্থিতির মধ্যে তিনি চলে গেলেন স্পেনে। তিনি স্পেন যেতে পারেন কিন্তু রাজ্যের মানুষের দুঃখ-কষ্ট উনি বোঝেন না।”

আরও পড়ুন: অভিষেকের কোম্পানির সম্পত্তি মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের! ৪ টা বেজে ১৫ তে যা হতে চলেছে

এখানেই থেমে যাননি তিনি। বহরমপুরের কংগ্রেস সাংসদ আরও বলেন, ”উনি বলেন যে উনি মুখ্যমন্ত্রী হিসেবে বেতন নেন না। নিজের বই আর আঁকার রয়ালটি থেকে যা আয় হয়, তা দিয়েই ওনার চলে যায়। এটাই যদি সত্যি হয় তাহলে মাদ্রিদের (Madrid) বিলাসবহুল হোটেলে যেখানে প্রতিদিন ৩ লক্ষ টাকা করে খরচ সেখানে উনি থাকলেন কিভাবে?”

mamata adhir f

আরও পড়ুন: বিদেশ থেকে ফিরেই অসুস্থ মুখ্যমন্ত্রী, ১০ দিন বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের, হঠাৎ কী হল মমতার?

এরপরই ইন্ডিয়া জোটের জোটসঙ্গীকে প্রশ্ন ছুড়ে দিয়ে অধীর বলেন, “উনি কটা বিনিয়োগ আনতে পারলেন? আমরা জানতে চাই, কজন স্প্যানিশ শিল্পপতি বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করলেন? এসব করে মানুষকে বোকা বানাবেন না।” প্রসঙ্গত শুধু অধীরবাবু নন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মমতার বিদেশ সফরকে নিয়ে বারংবার আক্রমণ শানিয়েছেন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X