‘রাজনীতি থেকে অবসর নিয়ে নেব’! ভোটের মুখে একি বললেন অধীর চৌধুরী!

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ‘অধীর গড়ে’ ঘাসফুল ফোটাতে কোনও প্রকার খামতি রাখতে চাইছে না জোড়াফুল শিবির। এই আবহে খোলা চ্যালেঞ্জ দিলেন অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। বহরমপুরে তৃণমূল জিতলে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।

উনিশের লোকসভা নির্বাচনেও (Lok Sabha Election) বহরমপুরে ঘাসফুল ফোটাতে মরিয়া হয়ে উঠেছিল রাজ্যের শাসক দল। সেই সময় তৃণমূলের অংশ ছিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি মুর্শিদাবাদের পর্যবেক্ষকও ছিলেন তিনি। শোনা যায়, শুভেন্দুর পরামর্শে একদা অধীর অনুগামী হিসেবে পরিচিত অপূর্ব সরকার ওরফে ডেভিডকে টিকিট দিয়েছিল তৃণমূল (Trinamool Congress)। যদিও শেষ অবধি প্রায় ৮১,০০০ ভোটে জয়ী হয়েছিলেন অধীর।

বর্তমানে শুভেন্দু বিজেপির অংশ। পদ্ম-প্রার্থী নির্মল সাহাকে জেতাতে নতুন উদ্যমে ভোট ময়দানে নেমে পড়েছেন তিনি। অপরদিকে তৃণমূলের (TMC) বাজি ইউসুফ। যদিও দুই প্রতিপক্ষের বিষয়ে কোনও বাক্যব্যয় করছেন না অধীর। তবে সোমবার রাজ্যের শাসক দলের উদ্দেশে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বহরমপুর (Baharampur) কেন্দ্রের পাঁচ বারের সাংসদ।

আরও পড়ুনঃ ঝড় উঠবে প্রচারে! বাংলায় আসছেন মোদী-শাহ, কবে কোথায় সভা?

কংগ্রেসের দাপুটে নেতা বলেন, ‘আমার দু’টো কথা স্পষ্ট। বহরমপুর আসনে যদি তৃণমূল হেরে যায় তাহলে সেই পরাজয় কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হার বলে মানবেন? হ্যাঁ কিংবা না বলুন। আর দ্বিতীয়, বহরমপুর কেন্দ্রে যদি তৃণমূল জয়ী হয়, তাহলে রাজনীতি থেকে অবসর নিয়ে নেব’।

উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রের দিক নজর ছিল অনেকের। নির্বাচনের দিন একদিকে তৃণমূল প্রার্থীর বাহিনীর বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ উঠেছিল। অন্যদিকে দেখা দিয়েছিল বুথে বুথে ছুটে বেড়াচ্ছেন কংগ্রেসের অধীর। যদিও ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পরেই তাঁর গলায় শোনা গিয়েছিল আত্মবিশ্বাসের সুর। অধীর বলেছিলেন, তিনি জিতে যাবেন। অন্যদিকে তৃণমূলের জয়ের দাবি করেছিলেন শুভেন্দু। যদিও শেষ অবধি ‘হাতে’র ধাক্কায় উড়ে যায় ঘাসফুল!

adhir ranjan chowdhury

এদিন অধীরের কথায় উঠে আসে গতবারের লোকসভা ভোটের প্রসঙ্গও। তিনি বলেন, আমায় পরাজিত না করতে পারলে গত ভোটেও রাজনীতি ছাড়ার কথা বলেছিলেন শুভেন্দু। আমি সেই সময় বলেছিলেন, তুমি আবার কী রাজনীতি ছাড়বে! বাচ্চা ছেলে তুমি । যদিও হেরে যাই আমিই ছেড়ে দেব। এখানেই না থেমে কংগ্রেস নেতা বলেন, ‘আমি লুকিয়ে চুরিয়ে না, খোলাখুলি চ্যালেঞ্জ করছি। সংবাদমাধ্যমের সামনে বলছি, যদি দম থাকে তৃণমূল এই চ্যালেঞ্জ গ্রহণ করুক’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর