সাংসদ তহবিলের সমস্ত টাকাটাই করোনা মহামারির প্রয়োজনে ব্যবহার করতে চাইঃ অধীর চৌধুরী

বাংলাহান্ট ডেস্কঃ নিজের সাংসদ তহবিলের সম্পূর্ণ টাকাই করোনা আবহে দান করতে চান অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক চিঠিতে লেখেন, সাংসদ তহবিলের টাকা ২ বছর ধরে বন্ধ হয়ে গেলেও, যা অর্থ রয়েছে তার সবটাই তিনি দান করতে চান।

তিনি চিঠিতে লেখেন, ‘২ বছর ধরে সাংসদ তহবিলের টাকা বন্ধ থাকলেও, যা টাকা রয়েছে, সরকার রাজী থাকলে আমি তা দিতে পারি। আর সেই টাকা থেকে অনায়াসেই অক্সিজেন প্লান্ট-সহ দুটি অ্যাম্বুল্যান্স কেনা যায়। যা এই করোনা আবহে মানুষের কাজে লাগবে। আমি সমস্ত জেলাশাসক এবং প্রশাসনকে জানিয়েছি, এবং তাঁরা যদি উৎসাহ দেখান তাহলে আমার সাংসদ তহবিলের টাকা কাজে লাগানো যাবে’।

kbvbbsdkb

অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘এই সংকটের সময় চিঠি চালাচালী করার নয়, এখন কাজে দ্রুত গতি আনতে হবে। টাকা যখন পড়ে রয়েছে, তাই এখনই টাকা খরচ করার ব্যবস্থা করতে হবে। সেই টাকায় করোনার চিকিৎসা হোক, অক্সিজেন প্ল্যান্ট বসুক, অ্যাম্বুল্যান্স, ভেন্টিলেটর কেনা হোক- করোনা মোকাবিলায় যা যা প্রয়োজন তাতে কাজে লাগানো হোক। সবাই মিলে হাতে হাতে লাগিয়ে বাংলাকে করোনা মুক্ত করে তুলতে হবে’।

মনীষীদের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ভগিনী নিবেদিতা, মাদার টেরেসা, কাজী নজরুল, স্বামী বিবেকানন্দের এই বাংলা- আজকের দিনে কে কোথায় মারা যাচ্ছেন, তাঁর জাত- ধর্ম দেখে কোন লাভ হবে না।। মানুষকে বাঁচাতে হবে। করোনা মোকাবিলায় সকলকে একসঙ্গে নেমে পড়তে হবে এই যুদ্ধে’।

Smita Hari

সম্পর্কিত খবর