বাংলা হান্ট নিউজ ডেস্ক: ব্রিটিশ স্পিনার আদিল রশিদকে মক্কায় হজ করতে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। খুব শীঘ্রই নিজের হজ যাত্রা শুরু করবেন তারকা স্পিনার। ফলে জুলাইয়ের শুরু থেকে শুরু হতে চলা সীমিত ওভারের সিরিজগুলিতে টাকা ভারতের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে না। মনে করা হচ্ছে ইয়র্কশায়ারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট এর শেষ পর্বেও মাঠে ফেরা হবে না রশিদের।
একটি সাক্ষাৎকারে আদিল রশিদ জানিয়েছেন, “বেশ কিছুদিন ধরে হজযাত্রা করতে চাইছিলাম কিন্তু সঠিক সময়ের অভাব ছিল না কিন্তু আমি অনুভব করছিলাম যে যাত্রা আমাকে করতেই হবে। শেষ পর্যন্ত একটা সময় নির্ধারণ করে আমি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ইয়র্কশায়ারের সাথে কথা বলি তারা আমার চিন্তাটা বুঝতে পেরেছে তারা আমাকে আশ্বস্ত করে বলেছে যে তুমি যাত্রা করো। আমি ওখানে প্রায় সপ্তাহ খানেক থাকবো।”
Adil Rashid will miss England’s white-ball series against India in order to make the Hajj pilgrimage to Mecca
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 23, 2022
কিছুদিন আগেই রশিদ নেদারল্যান্ডস সফর করেছিলেন ইংল্যান্ড দলের সাথে। সেই সিরিজে ইংল্যান্ড দল দুর্দান্ত ক্রিকেট খেলে ৩-০ ফলে প্রত্যাশিতভাবেই জয় পেয়েছে। যদিও সেই ফ্রিজের মারাত্মক কিছু গুরুত্ব ছিল না কারণ ক্রিকেটের দিক দিয়ে নেদারল্যান্ডস ইংল্যান্ডের চেয়ে অনেকটাই পিছিয়ে। বরং ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজ বিশ্বকাপের আগে বেশ কিছুটা গুরুত্বপূর্ণ। রশিদ হজ যাত্রা করার জন্য এই সময়টা বেছে নেওয়ায় তাই অনেকেরই চোখ কপালে উঠেছিল।
কিন্তু রশিদ সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে জানিয়েছেন, “প্রত্যেকটা ধর্মেই কিছু নির্দিষ্ট বিশ্বাস থাকে এবং আমি নিজে বিশ্বাস করি একজন মুসলমান হিসেবে হজযাত্রা করা আমার পক্ষে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার আমি এই নিয়ে একেবারেই দ্বিধাগ্রস্থ নই।” আসন্ন জুলাই মাসের ৭ থেকে ১৭ তারিখের মধ্যে একটি টি-টোয়েন্টি এবং একটি ওয়ান ডে সিরিজ খেলা হবে। ভারতের বিরুদ্ধে ওই দুটি ফ্রি হয়ে মাঠে নামতে পারবেন না রশিদ।