বদলে দেওয়া হবে ‘আদিপুরুষ’এর বিতর্কিত সংলাপ! চাপের মুখে পড়ে নতি স্বীকার নির্মাতাদের

বাংলাহান্ট ডেস্ক: মুক্তির দিন থেকেই আলোচনা, বিতর্কের কেন্দ্রে ‘আদিপুরুষ’ (Adipurush)। রামায়ণের আধুনিকীকরণের নামে পৌরাণিক চরিত্রগুলিকে অসম্মান করার অভিযোগ উঠেছে নির্মাতাদের বিরুদ্ধে। প্রেক্ষাগৃহে রামভক্ত হনুমানের জন্য আসন সংরক্ষণ করে পর্দায় তাঁর চরিত্রটিকেই হাস্যকর করে তুলে দর্শকদের রোষের মুখে পড়েছেন আদিপুরুষ নির্মাতারা।

এবার চাপের মুখে পড়ে বড়সড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন নির্মাতারা। ছবিতে বেশ কিছু সংলাপ নিয়ে যে প্রবল আপত্তি, বিতর্কের ঝড় উঠেছে সেদিকে তাকিয়ে এবার সংলাপ বদলের কথা ঘোষণা করা হল নির্মাতাদের তরফে। বিতর্কিত সংলাপগুলি সংশোধন করে চলতি সপ্তাহের মধ্যেই ছবিতে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা করা হয়েছে।

adipurush mistake

একটি টুইটে সংলাপ রচয়িতা মনোজ মুনতাসির লিখেছেন, ‘রামকথা থেকে সর্বপ্রথম যে শিক্ষাটা পাওয়া যায় সেটা হল সব চিন্তাধারার সম্মান করা। ভুল ঠিক সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়, কিন্তু চিন্তাধারা থেকে যায়। আদিপুরুষে ৪০০০ এর থেকেও বেশি পঙক্তির সংলাপ আমি লিখেছি। ৫ পঙক্তিতে কিছু ভাবাবেগ আহত হয়েছে। ওই শতাধিক পঙক্তিতে যেখানে শ্রী রামের জয়গান করেছি, মা সীতার সতীত্বের বর্ণনা করেছি, ওখানে প্রশংসা পাওয়ার কথা ছিল। কেন জানি না সেটাও পাইনি’।

টুইটে উপচে পড়েছে তাঁর অভিমান। মনোজ অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর ভাইরা আজ তাঁর বিরুদ্ধে আক্রমণাত্মক। এই ভাইদের জন্য তিনি কত কিছু না করেছেন। কিন্তু আজ তারা শ্রী রামের দর্শন ভুলে তাঁর মাকে অশ্লীল গালিগালাজ করছে। তিনিই তো ‘জয় শ্রী রাম’, ‘শিবোহম’, ‘রাম সিয়া রাম’ লিখেছেন। কিছু সংলাপ দর্শকদের চিন্তাধারার বাইরে গিয়ে লিখেছেন বলেই আজ তাঁর বিরুদ্ধে সনাতন ধর্মদ্রোহিতার অভিযোগ উঠে গেল!

এরপরেই তিনি লিখেছেন, তাঁর কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। নিজের লেখা সংলাপের পক্ষে হাজারো যুক্তি খাড়া করতে পারেন তিনি। কিন্তু তাতে বিতর্ক বাড়বে বই কমবে না। তাই তিনি এবং ছবির নির্মাতারা মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে বিতর্কিত সংলাপগুলি সংশোধন করে এক সপ্তাহের মধ্যেই ছবিতে জুড়ে দেওয়া হবে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর