শুধু সংলাপেই গণ্ডগোল নয়, হলিউড ছবি থেকে নির্লজ্জ ভাবে টোকা হয়েছে ‘আদিপুরুষ’! উঠল নয়া অভিযোগ

বাংলাহান্ট ডেস্ক: বিতর্কের জেরে কোনো ছবি যেমন এক এক নিমেষে টক অফ দ্য টাউন হয়ে উঠতে পারে, আবার তেমন ভাবেই বিতর্ক কোনো ছবিকে ধ্বংসও করে দিতে পারে। এর সবথেকে বড় উদাহরণ হল ‘আদিপুরুষ’ (Adipurush)। বিতর্ক ছবিটির জন্য নেতিবাচক প্রচার হয়ে উঠতে পারেনি। ফলত মুক্তির পরেই চমকপ্রদ অঙ্ক দিয়ে খাতা খুললেও তারপর বড়সড় পতন হয় আদিপুরুষ এর।

রাম, রাবণ, হনুমান এর বিভিন্ন পৌরাণিক চরিত্রগুলির লুক এবং সংলাপ নিয়ে বিতর্ক শুরু হয় প্রথমে। ভিএফএক্স এর করুণ অবস্থা তো ছিলই। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ায় একাধিক রাজ্যে মামলা দায়ের হয়েছে ছবির নির্মাতাদের বিরুদ্ধে। এবার ফের এক বিষ্ফোরক অভিযোগ উঠল আদিপুরুষ এর বিরুদ্ধে। একাধিক হলিউড ছবি থেকে আদিপুরুষ এর বেশ কিছু দৃশ্য নকল করা হয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

adipurush hollywood

ছবিটি দেখেই বেশ কিছু জায়গায় খটকা লেগেছিল দর্শকের। কিছু কিছু দৃশ্যে তো মিল অত্যন্ত স্পষ্ট। যেমন বানর সেনার একটি দৃশ্যের সঙ্গে মিল রয়েছে হলিউড ছবি ‘দ্য প্ল্যানেট অফ দ্য এপস’ এর একটি দৃশ্যের সঙ্গে। আবার অতিকায় বাদুড়ের পিঠে চেপে লঙ্কেশের আসার দৃশ্যটা জনপ্রিয় ‘গেম অফ থ্রোনস’ থেকে রীতিমতো টুকে দেওয়ার অভিযোগ উঠেছে।

adipurush copy

অনেকে দাবি করছেন, রাঘব অর্থাৎ প্রভাসের জলের তলায় এন্ট্রির দৃশ্যটা ‘এক্সট্র্যাকশন’ থেকে নকল করা হয়েছে। একই ধরণের দৃশ্যে দেখা গিয়েছিল হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থকে। ‘অ্যাভেঞ্জার্স’ ছবির সঙ্গেও আদিপুরুষ এর শেষ দৃশ্যের অদ্ভূত মিল পেয়েছেন দর্শকরা। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি নির্মাতারা।

হনুমানের কিছু সংলাপ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হওয়ায় মুখ খুলেছিলেন সংলাপ লেখক মনোজ মুনতাসির। জানিয়েছিলেন, তিনি এবং ছবির নির্মাতারা মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে বিতর্কিত সংলাপগুলি সংশোধন করে এক সপ্তাহের মধ্যেই ছবিতে জুড়ে দেওয়া হবে। এরপরেই বদলে দেওয়া হয় কিছু বিতর্কিত সংলাপ।


Niranjana Nag

সম্পর্কিত খবর