ষড়যন্ত্র করছে ইন্ডাস্ট্রি, ব্লকবাস্টার হিট হওয়ার পরেও কোণঠাসা ‘দ্য কেরালা স্টোরি’ নির্মাতারা

বাংলাহান্ট ডেস্ক: বিতর্ককে সঙ্গী করেই বক্স অফিসে ঝড় তুলেছিল ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। চলতি বছরের সবথেকে বেশি আয় করা ছবিগুলির মধ্যে অন্যতম সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি। যদিও দেশের একাধিক রাজ্যে প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল কেরালা স্টোরিকে। কিন্তু তথাকথিত কোনো বড় তারকা না থাকা সত্ত্বেও মোটা অঙ্কের টাকা আয় করে ব্লকবাস্টার হিট হয় এই ছবি।

তবুও এখনো পর্যন্ত নির্মাতাদের কপালে দুর্ভোগ কাটেনি। বড়পর্দায় মুক্তির পর মাস ঘুরে গেলেও ছবিটিকে ঘিরে বিতর্কের আঁচ স্তিমিত হয়নি, যার জেরে OTT তে মুক্তির ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। কোনো প্ল্যাটফর্মই ছবিটি কিনতে আগ্রহী নয় বলে খবর।

kerala story usa

 

পরিচালক বলেন, প্রথম সারির কিছু্ OTT প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তিতে আসতে চাইছেন তাঁরা। কিন্তু এখনো পর্যন্ত পছন্দসই প্রস্তাবই কিছু আসেনি। এখানেই না থেমে সুদীপ্ত সেন বলেন, তাঁর মনে হয় গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি ছবির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এমন মনে হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, দ্য কেরালা স্টোরির বক্স অফিস সংগ্রহ অনেকের গায়েই জ্বলন ধরিয়েছে। তাই ইন্ডাস্ট্রির একাংশ মিলিত হয়ে তাঁদের শাস্তি দিতে চাইছে।

গত ৫ মে মুক্তি পেয়েছিল দ্য কেরালা স্টোরি। মুক্তির আগেই ট্রেলার নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছিল দর্শকদের একাংশে। ছবিটি মুক্তির পর মুহূর্তেই বাংলায় এর উপরে নিষেধাজ্ঞা জারি হয়। যদিও পরে আদালতের নির্দেশে তা তুলে দেওয়া হয়। রোষ পড়েছিল ছবির কলাকুশলী এবং নির্মাতাদের উপরেও। কিন্তু এত বিতর্কের মাঝেও বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল দ্য কেরালা স্টোরি।

প্রসঙ্গত, ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী আদা শর্মা। ট্রেলারে প্রথমে তাঁকে কেরল বাসী এক হিন্দু মেয়ের চরিত্রে দেখানো হয়। কিন্তু পরবর্তীকালে পরিকল্পনা করে ধীরে ধীরে ভুল বুঝিয়ে ধর্মান্তকরণ করা হয় তাঁকে। শেষে তাঁর জায়গা হয় ISIS-এ। সেখান থেকে কীভাবে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসেন তিনি সেটাই দেখানো হয়েছে দ্য কেরালা স্টোরি তে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর