সঙ্গীত জগৎ ছেড়ে রাজনীতিতে, তৃণমূলে যোগ দিচ্ছেন অদিতি মুন্সিও!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের তারকা যোগদান তৃণমূলে (tmc)। সবুজ শিবিরে যোগ দিতে চলেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি (aditi munshi)। তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর এবার নিজেই রাজনীতির (politics) ময়দানে নামতে চলেছেন অদিতি।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, আর কিছুক্ষণের মধ‍্যেই তৃণমূলে যোগ দেবেন অদিতি। আসন্ন নির্বাচনে তাঁকে প্রার্থী করার সমূহ সম্ভাবনাও রয়েছে। এর আগেও তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাঁকে। উল্লেখ‍্য, ২০১৮ সালে দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অদিতি।


গতকালই তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায়। পার্থ চট্টোপাধ‍্যায়, সুব্রত মুখোপাধ‍্যায় ও ব্রাত‍্য বসুর উপস্থিতিতে ত‍্যণমূলে যোগ দেন সায়ন্তিকা। গত দশ বছর ধরে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের ঘনিষ্ঠ হলেও আজ আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দেন তিনি।

দলীয় পতাকা হাতে নিয়ে সায়ন্তিকা বলেন, “বিগত দশ বছর ধরে দিদির সঙ্গেই ছিলাম, আছি, থাকব। তবে এই মুহূর্ত থেকে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলাম। এখন সবার উচিত এগিয়ে আসা। বাংলা কিন্তু নিজের মেয়েকেই চায়। বাংলা মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কেই চায়।”

সম্প্রতি শোনা যায় তৃণমূলে আসছেন রচনা ব‍্যানার্জিও। তৃণমূল নেতৃত্বদের সঙ্গে ইতিমধ‍্যেই যোগদান নিয়ে কথাবার্তা হয়ে গিয়েছে রচনার। তবে কখন ও কোথায় তিনি যোগ দেবেন সবুজ শিবিরে তা এখনো জানা যায়নি। রচনা ব‍্যানার্জি নিজেও এই বিষয়ে কুলুপ এঁটেছেন মুখে।

X