তিন মাসে ছোট্ট ত্বিষা, মিষ্টি পরীর প্রথম ছবি শেয়ার করলেন বাবা আদিত‍্য নারায়ণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সদস‍্য সংখ‍্যা বেড়েছে বলিউডে। বাবা হয়েছেন উদিত নারায়ণ পুত্র আদিত‍্য নারায়ণ (Aditya Narayan)। বাড়িতে লক্ষ্মী আগমনের খবর আগেই দিয়েছিলেন সঞ্চালক গায়ক। মেয়ের তিন মাস পূর্তি উপলক্ষে প্রথম বার তাকে প্রকাশ‍্যেও এনেছেন সোশ‍্যাল মিডিয়ায়। অনুরাগীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন ছোট্ট পরীর।

এর আগে সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে একজন জিজ্ঞাসা করেছিলেন, মেয়ের ছবি কবে শেয়ার করবেন আদিত‍্য? উত্তরে তিনি জানিয়েছিলেন, ত্বিষার মা শ্বেতার থেকে অনুমতি পেলেই শেয়ার করবেন। অবশ‍্য বড়রা বলেছেন, জন্মের পর ৪০ দিনের মধ‍্যে সবার সামনে নবজাতকের মুখ প্রকাশ‍্যে না আনাই ভাল।


অবশেষে মেয়ের তিন মাস হতেই সোশ‍্যাল মিডিয়ায় মুখ দেখালেন আদিত‍্য। একটি সুন্দর ছোট্ট ঝুড়িতে সাদা জামা পরে শুয়ে রয়েছে একরত্তি। মাথায় আবার একটি সাদা হেয়ারব‍্যান্ড। ক‍্যামেরার লেন্সের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে খুদে। ক‍্যাপশনে আদিত‍্য লিখেছেন, ‘কাল তিন মাস বয়স হবে। এই যে আমাদের সুন্দর পরী!’

https://www.instagram.com/p/Cd40549PgKy/?igshid=YmMyMTA2M2Y=

গত ২৪ ফেব্রুয়ারি জন্ম হয়েছে ত্বিষার। আদিত‍্য জানান, তাঁকে সবাই বলেছিল যে ছেলে হবে। কিন্তু মনে মনে তাঁর ইচ্ছা ছিল মেয়ের। আদিত‍্যর মনের ইচ্ছা পূরণ হয়েছে। তাঁর মতে, বাবা রা মেয়েদেরই মনের বেশি কাছাকাছি হন। তাই তাঁরও খুব মেয়ের শখ ছিল। বাবা মা হয়ে ভীষণ খুশি তিনি ও শ্বেতা। এমনকি সকলে যখন ছেলের নাম বাছতে ব‍্যস্ত ছিলেন। তখন না জেনেও মেয়ের জন‍্য নাম পছন্দ করছিলেন আদিত‍্য।

https://www.instagram.com/p/Cd5WRjRqpb0/?igshid=YmMyMTA2M2Y=

সম্প্রতি রিয়েলিটি শোয়ের সঞ্চালনা থেকে অবসর ঘোষনা করেছেন তিনি। আদিত‍্য জানান, সদ‍্যোজাত মেয়ে ত্বিষা, স্ত্রী শ্বেতা ও পরিবারের জন‍্য বেশি সময় দিতে চান তিনি। আগে সঞ্চালনার কাজটা থেকে যে উত্তেজনা পেতেন সেটা এখন আর তিনি পান না। এখন নিজের গান, নাচ এবং শরীরচর্চার উপরে আরো বেশি করে মনোযোগ দিতে চান তিনি।

সম্পর্কিত খবর

X