‘ইসমে আপকা ঘাটা ইনকা কুছ নেহি যাতা’, নেহা কক্করের প্রাক্তনকে কটাক্ষ আদিত‍্য নারায়ণের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এমন কোনও দিন হয়তো নেই যেদিন সংবাদ শিরোনামে থাকেন না নেহা কক্কর। আগে তো জনপ্রিয় ছিলেনই। এখন তাঁকে ঘিরে প্রতিনিয়ত নানা তর্ক বিতর্কে আরোই খ‍্যাতির শীর্ষে উঠে যাচ্ছেন তিনি। কিছুদিন আগেই ইন্ডিয়ান আইডলের সেটে জানিয়েছিলেন সেদিনই তাঁর বিয়ে। যদিও সেটা মজার ছলে তবে এই নিয়ে বেশ চর্চা হয়েছিল। ফের ইন্ডিয়ান আইডলের মঞ্চেই আরেক কাণ্ড ঘটিয়ে বসলেন নেহা।


এই মুহূর্তে ‘বিয়ে স্পেশাল’ এপিসোড চলছে ইন্ডিয়ান আইডলে। এদিন এক প্রতিযোগী ‘চান্না মেরেয়া’ গানটি গেয়ে বেশ প্রশংসা কুড়ায়। এদিকে বিচারকের আসনে বসা নেহা বলে বসেন এই গানটা তিনি তাঁর প্রাক্তনের জন‍্য গাইতে চান। গান গাইতে গাইতে চোখও ছলছল করে ওঠে নেহার। এরপরেই শোয়ের সঞ্চালক আদিত‍্য নারায়ণ গায়িকার প্রাক্তনের উদ্দেশ‍্যে বলে ওঠেন, ‘ইসমে আপকা ঘাটা ইনকা কুছ নেহি যাতা’। নেহাকেও হাসতে হাসতে তাঁকে সমর্থন করতে দেখা যায়।

প্রসঙ্গত, অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে নেহা কক্করের প্রেম ও বিচ্ছেদের কথা এখন আর কারওরই অজানা নয়। নেহা নিজেও জানিয়েছিলেন, বিচ্ছেদের পর তিনি খুবই ভেঙে পড়েছিলেন। এমনকি নিজের জীবন শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন।
এদিন নেহার গান শেষ হওয়ার পর তাঁর মন ভাল করতে কোমর বাঁধেন আদিত‍্য। গানের মাধ‍্যমে নেহাকে বিয়ের প্রস্তাবও দেন তিনি। তবে সবটাই মজার ছলে। এই পর্বে বিশেষ অতিথি হিসাবে কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষকেও দেখা যায়।

সম্পর্কিত খবর

X