এবার ওপেনহাইমারের সাথে মিলে গেলেন রবি ঠাকুর! UPSC টপারের মক টেস্ট সামনে আসতেই শোরগোল

বাংলাহান্ট ডেস্ক : ভারতের অন্যতম কঠিন পরীক্ষাগুলির একটি ইউপিএসসি। প্রতিবছর অসংখ্য ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় বসেন। তবে খুব কম সংখ্যক পড়ুয়া সফলতা অর্জন করেন ইউপিএসসি পরীক্ষায়। সম্প্রতি ইউপিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ইউপিএসসিতে প্রথম স্থান অর্জন করেছেন আদিত্য শ্রীবাস্তব।

আদিত্যর অবাক করে দেওয়া ফল সামনে আসতেই এখন তিনি অনেকের কাছে আগ্রহের পাত্র হয়ে উঠেছেন। অনেকেই আদিত্যকে নিয়ে জানতে ইচ্ছুক। অন্যদিকে, সম্প্রতি ভাইরাল হয়েছে আদিত্যর মক টেস্টের একটি অংশ। মক টেস্টের রচনায় আদিত্য কী লিখেছেন জানেন? ভাইরাল হওয়া পেপারে দেখা যাচ্ছে সেখানে একাধিক রচনা এসেছে।

আরোও পড়ুন : বাতিল ২৩৭৫৩ চাকরিপ্রার্থীর নিয়োগ, SSC মামলায় ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের

তার মধ্যে থেকে আদিত্য একটিকে বেছে নিয়েছেন। এই রচনাটির মূল ভাবধারা হল আবেগ ছাড়া মন বেশি গ্রহণ করে যুক্তি, যেটির পরিণাম হতে পারে ভয়ংকর। রচনাটির টাইটেল হল –  ‘A mind all logic is like a knife all blade, it makes the hand bleed that uses it’। আদিত্য রবি ঠাকুরের এই লাইনকে ওপেনহাইমারের প্রসঙ্গ টেনে ব্যাখ্যা করেছেন তার মক টেস্টের পেপারে।

আরোও পড়ুন : ঋণে জর্জরিত, তারপরেও চীনপন্থী দলেই ভরসা মালদ্বীপের! রেকর্ড ব্যবধানে জয়ী মুইজ্জু

এই রচনাটি আদিত্য আরম্ভ করেন বিজ্ঞানী ওপেনহাইমারের প্রসঙ্গ দিয়ে। আদিত্যর এই রচনার শুরুতে দেখতে পাওয়া যায়  ম্যানহ্যাটেন প্রজেক্ট সম্পর্কে ধারণা থেকে আরম্ভ করে হিরোশিমা-নাগাসাকিতে বোম ফেলার মতো প্রসঙ্গ। বিজ্ঞানী ওপেনহাইমারের ম্যানহ্যাটেন প্রজেক্ট নিয়ে ধারণা আদিত্য উল্লেখ করেছেন রবীন্দ্রনাথের এই লাইনের ব্যাখ্যা করতে গিয়ে।

upsc topper 1713702174792 1713702180990

আদিত্য আবেগ আর যুক্তির টানাপোড়েনের কথা ব্যাখ্যা করেছেন এই অংশটিতে। অনেক ইন্টারনেট ব্যবহারকারী আবার এই লেখার তাৎপর্য নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, অনেকে আবার প্রশংসা করেছেন আদিত্যর। এই আবহে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে আদিত্যর এই মক টেস্টের অংশ। যদিও এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি যে আদৌ এটি আদিত্যর লেখা অংশ কিনা।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর