আদিত্য পৌঁছাবে সূর্যের কাছে, জানালেন প্রধানমন্ত্রী মোদী

এনআরসি  নিয়ে দেশ জুড়ে টালমাটাল পরিস্থিতির মধ্যেই নরেন্দ্র মোদী দেশবাসীকে রবিবার বড় সুখবর দেন। এদিন ছিল ২০১৯ সালে মোদীর শেষ “মন কি বাত” অনুষ্ঠান। অনুষ্ঠানে তিনি বলেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ( ইসরো) সূর্যের কাছে স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করেছে। ‘আদিত্য’ নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২০ সালে যা থেকে সূর্য সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে।

ISRO

প্রধানমন্ত্রী এদিন বলেন ভারতে অনেক জায়গায় যেমন পুনে, উডাগামান্ডালা, কোড়াইকান্নাল প্রভৃতি জায়গায় শক্তিশালী টেলিস্কোপ রয়েছে। ২০১৬ সালে বেলজিয়ামের তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে নৈনিতালে একটি  টেলিস্কোপ উদ্বোধন করেছিলেন । এটি এশিয়ার সর্ববৃহৎ টেলিস্কোপ বলে পরিচিত । তিনি এও বলেন ভারত জ্যোতির্বিদ্যা র ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে। তরুণ প্রজন্মসহ ভারতীয় নাগরিকদের সেই সাফল্যকে বোঝার চেষ্টা করা উচিত। ভারতীয় বিজ্ঞানীরা জ্যোতির্বিদ্যায় ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস পরিশ্রম করে চলেছে । তরুন দের ও সেই কাজে আরও বেশি করে  এগিয়ে আসা উচিত বলে তিনি মনে করছেন।

প্রসঙ্গত বলা যায় কিছুদিন আগেই চন্দ্র অভিযান করেছিল ইসরো । তাতে পুরোপুরি সাফল্য না  পেলেও একেবারে ব্যর্থ বলা চলেনা। তারপরেই কিছুদিন আগে ইসরোর তরফে ২০২০ সালের পরিকল্পনাগুলি নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়। ইসরো প্রধান জানিয়েছেন ‘আদিত্য এল ১’ কে আগামী বছর সূর্যের কাছে পাঠানো হবে। এতে সাফল্য পেলে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নতুন দিশা উন্মোচিত হবে বিশ্বের কাছে।

শুধু সূর্যের কাছে স্যাটেলাইট উৎক্ষেপন করেই থেমে থাকবেনা তারা। জি স্যাট, জি স্যাট ১ , মাইক্রো স্যাট প্রভৃতি কয়েকটি উপগ্রহ এবং মানবহীন গগনযান লঞ্চ করার পরিকল্পনাও রয়েছে তাদের। প্রথম মানবহীন গগনযান পাঠানো হলে তা বিশ্বের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নয়া নজির গড়বে।

 

সম্পর্কিত খবর