বিগ ব্রেকিং: উত্তর প্রদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে মোবাইল ফোন নিষিদ্ধ করল যোগী আদিত্যনাথ

বাংলা হান্ট ডেস্ক : ক্ষমতায় আসার পর থেকে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে চলেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী। গোহত্যা নিষিদ্ধকরণ থেকে শুরু করে সংসদে সাংসদদের জল দেওয়ার পরিমাণ নির্দিষ্ট করার পর, এবার উত্তরপ্রদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ফোন ব্যবহার নিষিদ্ধ করল যোগী আদিত্যনাথ সরকার। সে রাজ্যের সরকারের দফতর থেকে একটি সার্কুলার জারি করে উচ্চশিক্ষা দফতর গুলিতে অর্থাত্ বিশ্ববিদ্যালয় এবং কলেজ গুলির ভিতরে মোবাইল ফোন কোনও ভাবেই ব্যবহার করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।teenager technology millennial community cellphone smartphones millenial b913ac8c f17c 11e9 be9e d0f913dac911

কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শুধুমাত্র শিক্ষার্থীদের নয় শিক্ষকদের ক্ষেত্রেও এই নিয়ম চালু করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্য সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে স্পষ্টই উত্তর প্রদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকদের জন্য এই নিয়ম বরাদ্দ করা হয়েছে, জানা গিয়েছে রাজ্যের সমস্ত স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়ন করতে এবং ভাল শিক্ষার পরিবেশ তৈরি করতে উচ্চ শিক্ষা দফতরের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ত

বে হঠাত্ কেন এই ব্যবস্থা? সরকারি বন্দর সূত্রে খবর যে ভাবে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থী এবং শিক্ষকরা মোবাইলের জন্য তাদের মূল্যবান সময় অপচয় করছে তাতে শিক্ষা ব্যবস্থার ওপর ব্যাপক প্রভাব পড়ছে, তাই শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আদিত্যনাথ যোগী সরকার। যদিও এই প্রথমবার নয় ক্ষমতায় আসার পর আদিত্যনাথ মন্ত্রী পরিষদের বৈঠক সহ একাধিক সরকারি বৈঠকের ক্ষেত্রে মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছেন।


সম্পর্কিত খবর