বাইরের লোক মাঝে ঢুকে বোকা বোকা রটনা রটায়, ‘মিঠাই’ এর সম্পর্কে মন্তব্য আদৃতের

বাংলাহান্ট ডেস্ক: বাংলার বেশিরভাগ দর্শকদের পছন্দের সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। শুধু এপার বাংলাই নয়, বাংলাদেশের একটা বড় সংখ্যক দর্শক মিঠাই ভক্ত। সিরিয়ালের বিভিন্ন ফ্যানপেজ, সিড মিঠাইয়ের সাক্ষাৎকার ভিডিওগুলিতে স্পষ্টই বোঝা যায় বাংলাদেশি দর্শকদের আগ্রহ। আর এই ভালবাসা থেকেই একটা অধিকার বোধও জন্মেছে দর্শকদের। অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার বা বলার অধিকার।

বেশ অনেকদিন ধরেই মিঠাই আর সিড অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) এবং আদৃত রায়ের (Adrit Roy) মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন চলছে। নায়ক নায়িকার মধ্যে বাস্তবে নাকি অল ইজ নট ওয়েল। দুজনের মধ্যেকার চওড়া ফাটলটা আর কারোরই দেখতে বাকি নেই। দিন কয়েক আগে আদৃতের গানের অনুষ্ঠানে মিঠাই এর গোটা টিম উপস্থিত থাকলেও দেখা যায়নি সৌমিতৃষাকে, যা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছিল।

Mithai
যদিও নিজেদের মধ্যে বিবাদের বিষয়টা কখনোই সরাসরি স্বীকার করেননি মিঠাই। এতদিন মুখে কুলুপ এঁটে রাখলেও অবশেষে এ বিষয়ে নিজের মত রেখেছেন আদৃত। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌমিতৃষার সঙ্গে তাঁর চর্চিত বিবাদ আর সেই নিয়ে নেটমাধ্যমে লেখালেখির ব্যাপারে মুখ খোলেন অভিনেতা। তিনি খুব স্পষ্ট ভাবেই বলেন, তাঁর মতে লোকজন খুব বোকা বোকা জিনিসপত্র লেখে।

বিভিন্ন ফ্যানপেজ গুলিকে একহাত নিয়ে আদৃতের দাবি, অনেকে তাঁকে ট্যাগ করে, তখন তিনি দেখেন না জেনেশুনে ভুলভাল, বোকা বোকা সব মন্তব্য করেন অনেকেই। দর্শকরা শো টা উপভোগ করছেন। কিন্তু কিছু মানুষের মাঝখানে ঢুকে অপ্রয়োজনীয় কথাবার্তা বলতেই হবে। এ প্রসঙ্গে কেরিয়ারের শুরুর দিককার কিছু ঘটনা শেয়ার করেন আদৃত।

‘নূরজাহান’ ছবি দিয়ে ডেবিউ করেছিলেন আদৃত। সবে একটি গান মুক্তি পেয়েছিল ছবির। কিছুজন গঠনমূলক সমালোচনা করলেও অনেকে তাঁর মৃত্যু কামনা পর্যন্ত করেছিলেন বলে জানান আদৃত। তিনি বলেন, ফেক প্রোফাইলের আড়ালে লুকিয়ে কটুক্তি করেন নিন্দুকরা। সেটে তাঁরা সকলেই খুব মিলেমিশে কাজ করেন। সৌমিতৃষা, উদয় প্রতাপ সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভাল বলেই জানান আদৃত।

Niranjana Nag

সম্পর্কিত খবর