‘শক্ত থাকো ভাই’, নায়িকা ঐন্দ্রিলার অসুস্থতার খবর পেয়ে সব‍্যসাচীর উদ্দেশে বার্তা আদৃতের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আট থেকে আশি সকলেরই এখন একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। পরপর দু বার ক‍্যানসারের সঙ্গে লড়াই করে সাক্ষাৎ মৃত‍্যুর হাত থেকে ফেঁচে ফিরেছেন তিনি। কিন্তু নিষ্ঠুর নিয়তি আবারো তাঁকে এনে ফেলেছে সেই জীবন মৃত‍্যুর লড়াইয়ে। আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঐন্দ্রিলা। এখনো তিনি আশঙ্কাজনক অবস্থাতে রয়েছেন বলে খবর।

মঙ্গলবার রাতে হঠাৎ করেই মস্তিষ্কে স্ট্রোক হয় ঐন্দ্রিলার। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছিল তাঁর। অস্ত্রোপচারের পর কোমায় চলে গিয়েছিলেন ঐন্দ্রিলা। কিন্তু বুধবার রাতে তাঁর জ্ঞান ফেরে বলে খবর। চোখ খুলেছেন ঐন্দ্রিলা। হাতও নাড়াতে পারছেন অল্পস্বল্প।


ঐন্দ্রিলার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে রয়েছেন অনুরাগীরা। কেউ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, কেউ দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা পাঠাচ্ছেন। ঐন্দ্রিলা আক্ষরিক অর্থেই একজন যোদ্ধা, তিনি হার মানতে পারেন না, বিশ্বাস সকলের। অনেকেই সব‍্যসাচী চৌধুরীকে (Sabyasachi Chowdhury) শক্ত থাকার বার্তা দিয়েছেন। গত বার ঐন্দ্রিলা ক‍্যানসার আক্রান্ত হওয়ার সময়ে প্রথম দিন থেকে পাশে ছিলেন তিনি। এবারেও প্রিয় মানুষটার সঙ্গে ছায়ার মতো জুড়ে রয়েছেন সব‍্যসাচী।

এক সময়ের সহ অভিনেত্রীর জন‍্য এবার বিশেষ বার্তা পাঠালেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। সব‍্যসাচী ঐন্দ্রিলার হাসিমুখের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ঐন্দ্রিলা তুমি অন‍্যতম সেরা অভিনেত্রী যার সঙ্গে আমি কাজ করেছি আর আমি ভাগ‍্যবান যে এমন প্রতিভাবান কারোর সঙ্গে কাজ করার এবং শেখার সুযোগ পেয়েছি। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে! সব‍্যসাচী, শক্ত থাকো ভাই! তোমাকে দেখে সবসময় অনুপ্রাণিত হয়েছি! তোমাদের দুজনকেই অনেক ভালবাসা।’ উল্লেখ‍্য, একটি টেলিফিল্মে একসঙ্গে কাজ করেছিলেন আদৃত ঐন্দ্রিলা।

এক সংবাদ মাধ‍্যমকে ঐন্দ্রিলার মা জানিয়েছেন, ২৪ ঘন্টার মধ‍্যেই জ্ঞান ফিরেছে অভিনেত্রীর। চোখ নাড়াতে পারছেন। নাড়াচ্ছেন একটা হাত। তবে একটা দিক সম্পূর্ণ অসাড় হয়ে রয়েছে তাঁর। সব‍্যসাচী প্রথম থেকেই ঐন্দ্রিলার সঙ্গে হাসপাতালে রয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রীর মা।

সম্পর্কিত খবর

X