বাংলাহান্ট ডেস্ক: দিওয়ালি উপলক্ষে একগুচ্ছ হিন্দি ছবি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। অক্ষয় কুমারের (Akshay Kumar) ‘রাম সেতু’ (Ram Setu), অজয় দেবগণ ও সিদ্ধার্থ মালহোত্রার ‘থ্যাঙ্ক গড’ এবং শরদ কেলকরের ‘হর হর মহাদেব’ তিন তিনটি বিগ বাজেট ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায় আগামীকাল অর্থাৎ ২৫ অক্টোবর।
বলিউডে হলিডে রিলিজ হওয়া মানে সিনেমার ব্যবসার দিক থেকে লাভজনক, এমনি ধারণা চলে আসছিল এতদিন ধরে। কিন্তু করোনা মহামারি বদলে দিয়েছে সমস্ত হিসেব নিকেশ। হলিডে রিলিজ হোক বা না হোক, বলিউডের বেশিরভাগ ছবিই ফ্লপ হয়ে চলেছে। আবার অনেক ছবি এমনো রয়েছে যেগুলো আগাম টিকিট বুকিংয়ে আশা দেখিয়েও বক্স অফিসে ডুবে গিয়েছে।
কিন্তু অদ্ভূত ভাবে দিওয়ালি উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা রাম সেতু, থ্যাঙ্ক গড বা হর হর মহাদেব কোনো ছবিই আগাম টিকিট বুকিংয়ে এক কোটি টাকাও তুলতে পারেনি। পরিস্থিতি এতটাই শোচনীয় যে ফিল্ম সমালোচকরা আশঙ্কা করছেন, দিওয়ালির ছুটিতেও সম্ভবত বলিউডের লক্ষ্মীলাভ হবে না।
আগামীকাল মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’। চলতি বছরে নাগাড়ে ফ্লপ দিয়েছেন তিনি। সর্বশেষ ছবি ‘কাঠপুতলি’ মুক্তি পেয়েছে OTT প্ল্যাটফর্মে। রাম সেতুর প্রচারে কোনো কমতি রাখেননি অক্ষয়। কিন্তু ছবির আগাম টিকিট বুটিংয়ের পরিসংখ্যান হতাশ করল তাঁকে।
এখনো পর্যন্ত আনুমানিক ৩৫ হাজার টিকিট বিক্রি হয়েছে রাম সেতুর। হিন্দির পাশাপাশি তামিল ভাষাতেও মুক্তি পেতে চলেছে এই ছবি। সব মিলিয়ে আনুমানিক ৯১.৮৪ লাখ টাকার আগাম টিকিট বিক্রি হয়েছে। রাম সেতুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নামতে চলেছে অজয় এবং সিদ্ধার্থ অভিনীত থ্যাঙ্ক গড। এখনো পর্যন্ত প্রায় ২৫ হাজারের কিছু বেশি সংখ্যক টিকিট আগাম বিক্রি হয়েছে এই ছবির। মোট সংগ্রহ এখনো পর্যন্ত প্রায় ৬২ লাখ টাকা।
মরাঠি ছবি হর হর মহাদেব এর অবস্থা সবথেকে খারাপ। মাত্র ৫৬৪৮ টি টিকিট আগাম বিক্রি হয়ে উঠেছে প্রায় ১১ লাখ টাকা। দিওয়ালি উপলক্ষে শেষমেষ কোন ছবি কেমন ব্যবসা করে সেদিকেই নজর থাকবে সবার।