তৃণমূল বিধায়কের বাড়িতে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে নিরাপত্তা

বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূল বিধায়কের বাড়িতে দুঃসাহসিক চুরি হল। ঘটনাটি ঘটেছে  নদিয়ার (Nadia) পলাশীপাড়ায়। বিধায়কের নাম তাপস সাহা (Tapas Saha)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার পলাশি পাড়ার বিধায়ক তাপস সাহার বাড়ি লাগোয়াই অফিস। বাড়ি এবং অফিসে ঢোকার জন্য চারটি চাবি রয়েছে। যা পরিবারের লোকজন এবং পরিচারক-পরিচারিকাদের কাছেই থাকত। শুক্রবার সকাল থেকেই একটি চাবি হারিয়ে যায়। কোথায় গেল সেই চাবিটি তা খোঁজ করেও দেখা  মেলেনি। তবে রাত পর্যন্ত ওই উধাও হয়ে যাওয়া চাবির কোনও সন্ধান মেলেনি।

hj 2

তাপসবাবু জানিয়েছেন, ঘটনাটি রাত দুটো থেকে আড়াইটা নাগাদ হয়েছে। তখন লোডশেডিং চলছিল। অন্ধকারের সুযোগে দুষ্কৃতীরা ঘরে ঢুকে চুরি করে। তিনি আরও জানান, শুক্রবার থেকে অফিস ঘরের চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না। অফিস ঘরের ভেতরে থাকা আলমারি হয়তো কোনও ডুপ্লিকেট চাবি দিয়ে খুলেছে। তবে এঘটনায় চেনা পরিচিত কেউ জড়িত নয় বলেই জানিয়েছেন তাপসবাবু।

বাড়িতে থাকা বেশ কিছু দামী জিনিসপত্রও চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ঘটনার কিনারা করার সম্ভাবনা ছিল। তবে কোনও প্রমাণ রেখে যায়নি দুষ্কৃতী। তাই ক্লোজ সার্কিট ক্যামেরা একটি বস্তা দিয়ে ঢেকে তবেই সে লুঠপাট চালায়।

palash j j

তেহট্ট থানার পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয়। কে বা কারা বিধায়কের বাড়িতে লুঠপাটের ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ওই খোয়া যাওয়া চাবি দিয়ে দরজা খুলেই দুষ্কৃতী ভিতরে ঢুকেছে বলেই অনুমান করা হচ্ছে। বিধায়কের কোনও পরিচিত ব্যক্তিই চুরির ঘটনার সঙ্গে জড়িত বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

পুলিশ ইতিমধ্যেই বিধায়কের বাড়িতে আনাগোনা রয়েছে এমন প্রত্যেককেই জেরা করতে শুরু করেছে। বিধায়কও কাউকে সন্দেহ করছেন কিনা, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। খোদ বিধায়কের বাড়িতেই চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা।

সম্পর্কিত খবর