বিশ্বকবির মূর্তির মাথার উপর জুতোর বিজ্ঞাপন, লজ্জাজনক ঘটনার সাক্ষী হয়ে রইল দুর্গাপুর

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাঁর জন্য আন্তর্জাতিক মঞ্চে বহুবার সম্মানিত হয়েছে বাংলা। দুই দেশের জাতীয় সংগীতের সেই স্রষ্টা, যার প্রতি শ্রদ্ধায় নত হয় গোটা বিশ্ব। এবার বাংলার এই মহান কবিকে চূড়ান্ত অসম্মান করার দৃশ্য সামনে এলো দুর্গাপুর থেকে। রবীন্দ্রনাথের মর্মর মূর্তির মাথার উপরে সুশোভিত জুতোর বিজ্ঞাপন। এর চেয়ে মর্মান্তিক আর কিই বা হতে পারে এই বাংলায়। তাও আবার বিজ্ঞাপনটি দুর্গাপুর নগর নিগমের।

বিশ্বকবির প্রয়াণ দিবসে রীতিমতো শোরগোল পড়ে যায় এই ঘটনায়। তাঁর ৮০ তম প্রয়াণ দিবসে কবিকে শ্রদ্ধা জানাতে দুর্গাপুর সিটি সেন্টারে কবির মূর্তির সামনে উপস্থিত হয়েছিলেন বেশ কিছু মানুষ। তাদের চোখে এই দৃশ্য পড়তেই প্রতিবাদে গর্জে ওঠেন তারা। শুধু তাই নয়, ঘটনা প্রকাশ্যে আসতে প্রতিবাদে সরব হন দুর্গাপুরবাসীও। রবীন্দ্রনাথের মূর্তির ঠিক পিছনে এই বিজ্ঞাপন যে চূড়ান্ত অবমাননাকর এ নিয়ে কোন সন্দেহ নেই।

   

ঘটনার নিন্দা করেছেন দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়ও। তিনি জানান, “বিষয়টি শুনেছি। দুঃখজনক ঘটনা। কার তদারকিতে নিগমের হোর্ডিং বিভাগ এই বিজ্ঞাপন ওখানে বসিয়েছে তা জানব। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। সামনের রেস্তোরাঁ নিয়েও বহু অভিযোগ এসেছে। মেয়রের সঙ্গে আলোচনা করে বিষয়টির নিষ্পত্তি করা হবে।”

যে রেস্তোরাঁটির কথা উল্লেখ করেন অনিন্দিতা তা নিয়েও এদিন অভিযোগে সরব হন এলাকাবাসী। তাদের অভিযোগ, রেস্তোরাঁর বেঁচে যাওয়া সমস্ত খাবার ফেলা হয় মূর্তির ঠিক আশেপাশেই। যার ফলে সৃষ্টি হয়েছে এক নোংরা দুর্গন্ধময় পরিবেশ। এমনকি বর্ষার দিনে মূর্তির উপর দিয়ে আচ্ছাদনও টাঙানো হয় ব্যবসার সুবিধার জন্য। এই ধরনের ঘটনাগুলি অবিলম্বে বন্ধ করা দরকার বলে দাবি তাদের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর