বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) শ্রীনগরে বৃহস্পতিবার জঙ্গিরা আইনজীবী বাবর কাদরিকে (Baber Qadri) গুলি করে হত্যা করে। জঙ্গি হামলার পর আইনজীবীকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ডাক্তাররা ওনাকে মৃত বলে ঘোষণা করেন। শোনা যাচ্ছে যে, কিছুদিন আগে বাবর কাদরি একটি টিভি শোয়ে কাশ্মীরের সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে মুখ খুলেছিলেন বলে ওনাকে জঙ্গিরা হত্যা করেছে।
Jammu and Kashmir: Advocate Baber Qadri shot at by unidentified terrorists in Srinagar's Hawal area; more details awaited
(file pic) pic.twitter.com/zouFJKXhy4— ANI (@ANI) September 24, 2020
হামলার পর গোটা এলাকা সিল করে দেওয়া হয় আর জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি চালানো হয়। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের বড়বড় অফিসার উপস্থিত হন। যেই এলাকায় বাবর কাদরির উপর হামলা হয়েছে, সেখানে সেনা, জম্মু কাশ্মীর পুলিশ আর সিআরপিএফ এর জওয়ানরা চিরুনি তল্লাশি শুরু করেছে।
এর আগে বাবর কাদরি একটি ট্যুইট করে প্রাণহানীর আশঙ্কা জাহির করেছিলেন। বাবর কাদরি শেষ ট্যুইটে লিখেছিলেন, রাজ্যের পুলিশ এবং প্রশাসনের কাছে আবেদন করছি যে, শাহ নজিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করুন। সে আমার বিরুদ্ধে গুজব ছড়িয়ে বলছে যে, আমি এজেন্সির জন্য ক্যাম্পেন চালাচ্ছি। এই অপপ্রচার আমার জীবনে বড় বিপদ আনতে পারে।