বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে (RG Kar Case) ইতিমধ্যেই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। তাঁকে আমৃত্যু কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। এরপরেই সঞ্জয়ের (Sanjay Roy) ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য এবং সিবিআই। এই আবহে জানা যাচ্ছে, আরজি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত এই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারের আইনজীবী বদল হয়েছে।
আরজি কর কাণ্ডের (RG Kar Case) সঞ্জয়ের হয়ে এবার লড়বেন কোন উকিল?
এতদিন সঞ্জয় রায়ের আইনজীবী ছিলেন কবিতা সরকার। শিয়ালদহ আদালতে সঞ্জয়ের হয়ে লড়েছিলেন তিনি। তবে এবার আরজি কর কাণ্ডে সাজাপ্রাপ্তের হয়ে লড়তে দেখা যাবে আইনজীবী যশ জালানকে (Advocate Yash Jalan)। দায়িত্ব নেওয়ার পরেই রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। যশ বলেন, ‘সত্য সামনে আসতে দেয়নি রাজ্য সরকার’।
সঞ্জয়ের আইনজীবী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই যশ বলেন, ‘লিগ্যাল এইড সার্ভিস সত্য সামনে আসতে দেয়নি। সত্য সামনে আসতে দেয়নি রাজ্য সরকার এবং কলকাতার তৎকালীন সিপি’। ওকালতনামাতেও সই করতে দেওয়া হয়নি বলেন দাবি করেন তিনি।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! সেন্টার নিয়ে বিরাট সিদ্ধান্ত! নোটিশ পাঠিয়ে দিল পর্ষদ
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আরজি কর কাণ্ডে (RG Kar Case) সাজাপ্রাপ্ত সঞ্জয়ের নতুন আইনজীবী বলেন, ‘আগেই আমরা নিম্ন আদালতে আবেদন করেছিলাম। কেসটা আমাদের দিতে আবেদন করা হয়। তবে রাজ্যের তরফে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি নিয়োগ করা হয়ে গিয়েছে। তাই আমরা মাঝখানে হস্তক্ষেপ করতে পারতাম না। একদিনও সঞ্জয় রায়ের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি’।
যশকে জিজ্ঞেস করা হয়, কেউ কি এই মামলায় বাধা সৃষ্টি করছে? জবাবে সঞ্জয়ের নতুন আইনজীবী বলেন, ‘সবাই জানে রাজ্য চাপ দিচ্ছে বলে। কর্তৃপক্ষের ওপর চাপ দেওয়া হচ্ছে। আরও নির্দিষ্ট করে বললে, সংশোধনাগারের ওপর ডিজি চাপ সৃষ্টি করছেন। কেউ যাতে সঞ্জয় রায়ের সঙ্গে দেখা না করতে পারেন’।
উল্লেখ্য, গত শনিবার শিয়ালদহ আদালতের তরফ থেকে আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে (RG Kar Case) সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এরপর সোমবার তাঁর সাজা ঘোষণা করা হয়। ইতিমধ্যেই তাঁর ফাঁসির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং সিবিআই। আগামী সোমবার উচ্চ আদালতে এই মামলার শুনানি রয়েছে।