তালিবানদের জন্য চরম সংকটে আফগান ক্রিকেট, শেষ হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এবার ঘোর সংকটে আফগানিস্তান। আফগানিস্তানে ক্ষমতা দখলের পর ক্রিকেটের উপরেও কর্তৃত্ব ফলাতে শুরু করেছে তালিবান। ইতিমধ্যেই হামিদ শিনওয়ারিকে সরিয়ে তালিবান ঘনিষ্ঠ নাসিব জাদরান খানকে বোর্ড প্রধান করা হয়েছে। কিন্তু এই তালিবানের কারণে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের খেলা নিয়ে সমস্যা তৈরি হতে পারে।

ব্রিটেনের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মোহাম্মদ নবী, রাশিদ খানরা যদি আফগানিস্তানের পুরনো পতাকা নিয়ে মাঠে খেলতে নামেন সেক্ষেত্রে কোন অসুবিধা নেই আইসিসির। কিন্তু যদি তারা তালিবানের পতাকা হাতে নিয়ে খেলতে নামেন, সেক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তাদের ছাঁটাই করে দিতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

ইতিমধ্যেই আইসিসির একটি নিয়ম লঙ্ঘিত হবার সম্ভাবনা দেখা দিয়েছে আফগানিস্তানে। আইসিসির নিয়ম অনুযায়ী, তাদের প্রত্যেক সদস্যের একটি করে পুরুষ এবং একটি করে মহিলা ক্রিকেট দল থাকতে হবে। কিন্তু আফগানিস্তানে সেই সম্ভাবনা তৈরি হলেও তালিবান আসার পর আপাতত সেই সম্ভাবনা ধূলিসাৎ হতে বসেছে। কারণ তালিবান জানিয়ে দিয়েছে, মহিলা দলের ক্রিকেট খেলা মেনে নেবে না তারা। এই পর্যায়ে আগামীদিনে আইসিসি আফগানিস্তানকে নিয়ে কি সিদ্ধান্ত নেয়, তা অবশ্যই একটি দেখার বিষয়।

Afghanistan to be renamed 'Islamic Emirate of Afghanistan'

অস্ট্রেলিয়া তো ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে মহিলা দলকে ক্রিকেট খেলতে না দিলে তারা আফগানিস্তানের সঙ্গে টেস্ট ক্রিকেট খেলবে না। এখন এই পরিস্থিতিতে যদি আইসিসির উপর চাপ সৃষ্টি করে অন্যান্য সদস্যরা, সে ক্ষেত্রে আফগানিস্তানের সদস্যপদ বাতিল হওয়াও আশ্চর্যের কিছু নয়। আইসিসির ১৭ জন সদস্যের মধ্যে যদি বারোটি ভোট আফগানিস্তানের বিপক্ষে ফলে তাহলেই তাদের সদস্যপদ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আগামী দিনে কি হয় সেদিকে নজর থাকবে সকলের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৫ অক্টোবর প্রথমবার মাঠে নামতে চলেছে আফগানিস্তান।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর