বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে (Kabul University) সোমবার ভয়াবহ জঙ্গি হামলায় প্রায় ২৫ জন ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়াও ১২ জন আহত হয়েছে। কাবুল বিশ্ববিদ্যালয়কে নিশানা বানিয়ে করা এই হামলায় যুক্ত থাকা বন্দুকধারীদের আফগান সেনা নিকেশ করেছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, কাবুল ইউনিভার্সিটিতে আয়োজিত বই মেলায় তিন বন্দুকধারী ঢুকে ছাত্রদের উপর এলোপাথাড়ি গুলি চালায়। এই হামলায় ২৫ জন ছাত্রের মৃত্যু হয় আর ১২ জন আহত হয়।
19 killed, 12 wounded in Kabul University attack. All three attackers killed, says spokesman for Afghan Interior Ministry: TOLONews#Afghanistan
— ANI (@ANI) November 2, 2020
স্থানীয় মিডিয়া অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উত্তরের দিকে গেটে বোম ধামাকা হওয়ার পর গোলাগুলি শুরু হয়। সংবাদ মাধ্যম গুলোতে চলা ফুটেজ অনুযায়ী, অনেক ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে দেখা যাচ্ছে। সেনা ভিতরে আটকে পড়া ছাত্রদের উদ্ধার করছে। পুলিশ অনুযায়ী, তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এখনো পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।