কৃত্রিম পায়ে লুকানো বিস্ফোরক, আত্মঘাতী হামলায় নিহত তালিবানি ধর্মগুরু রহিমুল্লাহ হক্কানি

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে (Afghanistan) ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা আর এই ঘটনার দরুণ মৃত্যু হয়েছে তালিবানি ধর্মীয় নেতা রহিমুল্লাহ হক্কানির (Rahimullah Haqqani)। গতকাল আফগানিস্তানের রাজধানীতে একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দেশে। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএস জঙ্গি সংগঠন। সূত্রের খবর, হামলাকারী ব্যক্তি তার কৃত্রিম পায়ে বিস্ফোরক লুকিয়ে নিয়ে আসে এবং পরবর্তীতে সেটি ফেটেই ঘটে বিস্ফোরণ।

মূলত তালিবান নেতা রহিমুল্লাহকে হত্যার উদ্দেশ্যেই এই হামলার ছক বলে অনুমান তালিবানদের। গতকাল একটি বিবৃতি দিয়ে এ ঘটনার কথা প্রকাশ্যে আনে তালিবান সরকার। প্রসঙ্গত, আইএস জঙ্গি সংগঠনের বিরুদ্ধে প্রথম থেকেই অতি সক্রিয় ছিলেন নিহত তালিবানি নেতা। আইএসদের বিরুদ্ধে একাধিক সময় কড়া পদক্ষেপ নিতেও দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে রহিমুল্লাহর মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা আফগানিস্তানকে।

উল্লেখ্য, আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং হক্কানি নেটওয়ার্কের শীর্ষ নেতা সিরাজ উদ্দিন হক্কানির পরামর্শদাতা হিসেবে গোটা দেশে জনপ্রিয়তা অর্জন করেন নিহত তালিবানি নেতা। দেশবাসীর মধ্যে জনপ্রিয়তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অসংখ্য ফলোয়ার্স ছিল তাঁর। সূত্রের খবর, এর পূর্বেও রহিমুল্লাহর বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা হয়েছিল আর শেষ পর্যন্ত আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় এদিন মৃত্যু হল তালিবানি ধর্মগুরুর।

উল্লেখ্য, তালিবান সামরিক কমিশনের সদস্য থাকাকালীন আমেরিকার সেনাকে গ্রেফতার করার পাশাপাশি তাদেরকে কারাগারে বন্দি রাখার পেছনেও রহিমুল্লাহর ভূমিকা ছিল অনবদ্য। স্বাভাবিকভাবেই এই শীর্ষ নেতার মৃত্যুর ঘটনাকে হক্কানি মাধ্যমের জন্য যথেষ্ট উদ্বেগের বিষয় হিসেবেই মনে করা হচ্ছে। সেনা কমিশনের দায়িত্ব পালন করার পাশাপাশি হক্কানি নেটওয়ার্কের পরিচালক এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করে চলেছিলেন রহিমুল্লাহ, ফলে তাঁর মৃত্যুর পর তালিবান সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয়, সেদিকে তাকিয়ে দেশবাসী।


Sayan Das

সম্পর্কিত খবর