বাংলা হান্ট ডেস্ক : আতংবাদি ইসু ওটা ভারত কেন বিশ্বের কাছে এক সর্তকতার বিষয়। বড় বড় আন্তর্জাতিক সম্মেলনে যখন উঠে আসে আতংবাদি হামলার কথা তখন মুখ বুজে থাকে অনেক দেশ। কেউবা প্রত্যক্ষ কেউবা প্রচ্ছন্নভাবে এদের সাপোর্ট করে থাকে।
আফগানিস্তানে হামলায় নিহত অনেক। প্রসঙ্গত উল্লেখ্য 26- 11 জঙ্গি হামলা এরপর ভারতে একের পর এক জঙ্গি হামলায় নিহত হয়েছে অনেকে। সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠেছিল ভারত-আমেরিকা। তখন কিন্তু পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে কাউকেই শোক প্রকাশ করতে বিশেষ ভাবে দেখা যায়নি। কিন্তু নিজেদের আঁতে ঘা লাগতেই নড়েচড়ে বসেছে পশ্চিম প্রান্তের দেশগুলো।আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে নামাজ চলছিল মসজিদে। সেই সময় মসজিদে দুটি বিস্ফোরণের ঘটনায় অন্তত ৬২ মুসল্লি নিহত এবং আরো অন্তত ৬০ জন আহত হয়েছেন।
গত কাল স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর অনুযায়ী, মসজিদটির ভেতরে বিস্ফোরক পুতে এবং লুকিয়ে রাখা হয়েছিল ।
নাঙ্গারহার প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বিস্ফোরণের ধ্বংসস্তূপ থেকে মরদেহ এখনো বের করছে উদ্ধারকর্মী ও স্থানীয়রা।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…