আফ্রিকান নেশন্স কাপ ঘিরে বিতর্ক অব্যাহত, এবার হাতাহাতি জড়ালেন ঘানা ও গ্যাবনের ফুটবলাররা! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আফ্রিকা নেশন্সে কাপে ঘিরে বিতর্ক অব্যাহত। সম্প্রতি ঘানা এবং গ্যাবনের মধ্যেকার ম্যাচের শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। একটা সময় গ্যাবনের অ্যারন বুপেঞ্জাকে ঘুষি মেরে বসেন ঘানার বেঞ্জামিন। এই অপরাধের জেরে ঘানার এই ফরোয়ার্ডকে পরবর্তী তিনটি ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে।

‘সি’ গ্রুপে শুক্রবার ঘানার বিরুদ্ধে ম্যাচের প্রথম দিকে গ্যাবন পিছিয়ে পড়ে গোল খেয়ে। এরপর নির্ধারিত সময় শেষের মাত্র দুই মিনিট আগে সমতায় ফেরে গ্যাবন। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ ফলে ড্র হওয়ায় ম্যাচটির শেষে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা ধীরে ধীরে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। সেই সময় গ্যাবনের ফুটবলার বুপেঞ্জাকে আঘাতটি করেন ঘানার স্ট্রাইকার বেঞ্জামিন।

benjamin tetteh

যদিও মূল ঘটনাটি রেফারির নজর এড়িয়ে গিয়েছিল। কিন্তু পরে ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট রেফারির মাধ্যমে রেফারিকে ঘটনাটি অবগত করা হলে বেঞ্জামিনকে লাল কার্ড দেওয়া হয়। যদিও ঘানার ফরোয়ার্ডটি কার্ড দেখার জন্য ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসতে চাননি।

মূল ম্যাচে বেশিক্ষণ খেলেননি বেঞ্জামিন। পরিবর্ত ফুটবলার হিসেবে তিনি মাত্র তিন মিনিটের জন্য মাঠে নেমেছিলেন। লাল কার্ডের জন্য এমনিতেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেতেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। পাশাপাশি মাঠের মধ্যে অভব্য আচরণের জন্য শনিবার তাকে অতিরিক্ত এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানায় আফ্রিকান ফুটবল কনফেডারেশন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর