বিশ্বের সেরা একাদশ বেছে নিলেন শাহিদ আফ্রিদি, জায়গা পেলেন একমাত্র এই মহান ভারতীয় প্লেয়ার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রাক্তন পাকিস্তান অলরাউন্ডার এবং অধিনায়ক শাহীদ আফ্রিদি বিশ্ব ক্রিকেটের ১১ জন তারকা ক্রিকেটার-কে বেছে নিয়ে তার সর্বকালের সেরা প্রথম একাদশ তৈরি করেছেন। শাহীদ আফ্রিদি তার সময়ের সেরা ক্রিকেটারদেরও বেছে নিয়েছেন এই তালিকায়। আফ্রিদি তার সর্বকালের সেরা ক্রিকেটারদের দিয়ে তৈরি একাদশে শুধুমাত্র একজন ভারতীয় ক্রিকেটারকে জায়গা দিয়েছেন।

শাহিদ আফ্রিদি যে ভারতীয় ক্রিকেটারকে তার দলে জায়গা দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন সচীন টেন্ডুলকার। আফ্রিদি তার পুরনো সতীর্থ সঈদ আনোয়ারকে ওপেনার হিসেবে প্রথম একাদশে জায়গা দিয়েছেন। সঈদ আনোয়ারের ওপেনিং পার্টনার হিসেবে অজি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টকে বেছে নিয়েছেন পাক অলরাউন্ডার। যদিও তিনি এই দলের উইকেটরক্ষকের দায়িত্ব পাননি। আর এক অজি তারকা ও সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক রিকি পন্টিংকে তিনি তিন নম্বরে জায়গা দিয়েছেন। এরপর চারে নামবেন তার দলের একমাত্র ভারতীয় সচীন টেন্ডুলকার।

sachin injamam

আফ্রিদি তার প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল হককে বেছে নিয়েছেন পাঁচ নম্বরে। ছয় নম্বর পেসার অলরাউন্ডারের ভূমিকার জ্যাক ক্যালিসকে জায়গা দিয়েছেন তিনি। যদিও তার এই সিদ্ধান্ত একটু আশ্চর্যজনক। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফকে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অন্তর্ভুক্ত করেছেন আফ্রিদি। ফাস্ট বোলার হিসেবে আরও দুই পাক তারকা ওয়াসিম আক্রম এবং শোয়েব আখতারের সাথে সাথে গ্লেন ম্যাকগ্রা-কেও জায়গা দিয়েছেন আফ্রিদি। আফ্রিদি তার একাদশে একমাত্র স্পিন বোলার হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান তারকা লেগ স্পিনার শেন ওয়ার্নকে অন্তর্ভুক্ত করেছেন। আফ্রিদির এই একাদশে দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ১ জন, পাকিস্তান থেকে ৫ জন, অস্ট্রেলিয়া থেকে ৪ জন ক্রিকেটারকে বেছে নিয়েছেন।

শাহিদ আফ্রিদির সেরা একাদশ: সাঈদ আনোয়ার, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, ইনজামাম-উল-হক, জ্যাক ক্যালিস, রশিদ লতিফ (উইকেটরক্ষক), ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা এবং শোয়েব আখতার।


Reetabrata Deb

সম্পর্কিত খবর