আফ্রিদি স্বীকার করে নিলেন যে লারাকে বল করতে তিনি রীতিমতো ভয় পেতেন।

প্রাপ্তন পাকিস্তানী অলরাউন্ডার শহীদ আফ্রিদি জানিয়ে দিলেন কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার ব্রায়ন লারাকে বল করার সময় তিনি কখনোই কনফিডেন্স পেতেন না। আফ্রিদি জানিয়েছেন কখনোই আত্মবিশ্বাসের চূড়ায় থেকে বোলিং করতে পারিনি লারাকে। সব সময় মনে হতো এই বুঝি চার, ছয় মারল আমার বোলিংয়ে।

প্রাক্তন পাক অধিনায়ক শহীদ আফ্রিদি এইদিন দাবি করেছেন যে আমি বেশ কয়েকবার লারাকে আউট করেছি কিন্তু তারপরও যখনই লারার সামনে আমি বোলিং করতাম তখন কিছুতেই আমি নিজের কনফিডেন্স পেতাম না। টেস্ট ক্রিকেটে লারা এবং আফ্রিদি মাত্র দুবার একে অপরের মুখোমুখি হয়েছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেও লারা ব্যাপক ভাবে প্রভাব ফেলেছিল আফ্রিদির বোলিংয়ে। আফ্রিদির কথায় লারা তাকে রীতিমতো ভয়ে ভয়ে রাখতো।

12143947720d3526662a073ac0330e524f2be267b9edc52eb55bf978329b864997687806a

40 বছর বয়সী প্রাপ্তন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি 27 টি টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন 48 টি উইকেট অপরদিকে 398 টি ওয়ানডে ম্যাচ খেলে আফ্রিদির সংগ্রহ 395 টি উইকেট। আফ্রিদির মতে বিশ্বের সেরা সেরা স্পিনারদের অনায়াসে সামলে নিতে পারতো লারা। শ্রীলংকার বিখ্যাত স্পিনার মুথাইয়া মুরলিধরন কেউ অনায়াসে খেলে যেতে পারত লারা। আফ্রিদি বলেন স্পিনারদের বিরুদ্ধে লারার ব্যাটিং দেখতেও খুব ভালো লাগতো।


Udayan Biswas

সম্পর্কিত খবর