মেদিনীপুরের মেয়ে গড়লেন ইতিহাস! ১৩ ঘন্টা ৪৫ মিনিটে ইংলিশ চ্যানেল অতিক্রম করলেন আফরিন

Published on:

Published on:

Afrin Jabi from Midnapore crosses the English Channel.

বাংলা হান্ট ডেস্ক: মাত্র ২১ বছর বয়সে ইংলিশ চ্যানেল (English Channel) পার করে ইতিহাস গড়লেন মেদিনীপুরের আফরিন জাবি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯ টা বেজে ৩১ মিনিটে ইংলিশ চ্যানেল পার করেন আফরিন। মোট ৩৪ কিলোমিটার পথ অতিক্রম করতে তাঁর সময় লাগে ১৩ ঘন্টা ৪৫ মিনিট।

ইংলিশ চ্যানেল (English Channel) অতিক্রম করলেন মেদিনীপুরের আফরিন:

প্রসঙ্গত উল্লেখ্য যে, আফরিন জাবি মেদিনীপুর শহরের দেওয়ান নগর এলাকার বাসিন্দা। একদম ছোট থেকেই তিনি অনুশীলন শুরু করেন। এমতাবস্থায়, দীর্ঘ ১৪ বছরের অনুশীলনের পর তিনি তাঁর কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করলেন। মূলত, গত মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৭ টা বেজে ৪৫ মিনিটে ইংল্যান্ডের ডোভার থেকে সফর শুরু করেন আফরিন।

Afrin Jabi from Midnapore crosses the English Channel.

ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ-গ্রীস-নেজ পর্যন্ত মোট ৩৪ কিমি দূরত্ব সাঁতরে অতিক্রম করেন তিনি। তবে, আর আগেও সাঁতারু হিসেবে আফরিন একাধিক সাফল্য অর্জন করলেও ইংলিশ চ্যানেল (English Channel) অতিক্রম করার লক্ষ্যে তিনি দীর্ঘ অনুশীলন করেন। অবশেষে সেই সাফল্য হাসিল করলেন মেদিনীপুর কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী আরফিন।

আরও পড়ুন: সত্যি হল জাপানের “বাবা ভাঙ্গা”-র ভবিষ্যদ্বাণী! চলে এল ভয়ঙ্কর সুনামি, ঘনিয়ে আসছে আরও বিপদ

এদিকে, আফরিনের সাফল্যের খবর সামনে আসার পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন জেলাশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। শুধু তাই নয়, আফরিনের এই বিরাট কৃতিত্বে গর্বিত সমগ্র মেদিনীপুরবাসী। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি মাসের ৯ তারিখ আফরিন পাড়ি দিয়েছিলেন ইউরোপে। গত সোমবার তাঁর শারীরিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার তিনি আটলান্টিক মহাসাগরের জলে তাঁর লক্ষ্যপূরণের জন্য নামেন। ১১ ডিগ্রির কনকনে ঠান্ডা জলকে উপেক্ষা করেই ইংলিশ চ্যানেল (English Channel) অতিক্রম করেন আফরিন।

আরও পড়ুন: বড় বিপর্যয়ের আশঙ্কা! আমেরিকা-জাপান-রাশিয়ায় সুনামি সতর্কতা, নিরাপদে থাকার বার্তা দিলেন ট্রাম্প

মেয়ের এই কৃতিত্বে উচ্ছ্বসিত আফরিনের বাবা জানিয়েছেন, লক্ষ্যে পৌঁছনোর পর আফরিন কিছুটা অসুস্থ হয়ে পড়লেও বোটে থাকা চিকিৎসকেরা তৎক্ষণাৎ তাঁর দেখভাল শুরু করেন। মূলত, এতটা পথ অতিক্রমের কারণে এবং সামুদ্রিক প্রাণীর সংস্পর্শে আসায় আফরিন কিছুটা অসুস্থ হয়ে পড়লেও বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তাঁর বাবা। এছাড়াও, পরবর্তী লক্ষ্য হিসেবে আফরিন জিব্রালটার ও পক প্রণালীও অতিক্রম করতে চান বলে জানিয়েছেন তিনি।