দীর্ঘ ১১ মাস পর স্কুল খুলে যাচ্ছে বাংলায়, ধর্মঘটের জেরে সমস্যায় পড়ুয়া- অভিভাবকরা

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (west bengal) দীর্ঘ ১১ মাস পর আজ থেকে খুলল বিদ্যালয় (school)। করোনা আবহে বন্ধ থাকার পর বঙ্গে আজ থেকেই খুলে গেল সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি অধিকাংশ স্কুল। একদিকে রয়েছে যেমন স্কুলে যাওয়ার আনন্দ, তেমনই অন্যদিকে বামেদের ১২ ঘণ্টা বন্ধের জেরে হয়রানির আশঙ্কা।

করোনা আবহে ২০২০ সালের মার্চ মাসে শেষবারের মত স্কুলের গন্ডির মধ্যে পড়াশুনা হয়েছিল। তারপর এই মহামারির কবলে পড়ে অনলাইনে পড়াশুনা চললেও, ১১ মাস পর স্কুলে যাচ্ছেন ছাত্রছাত্রীরা। তবে শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন, এখনই সমস্ত শ্রেণীর জন্য স্কুল খুলছে না। স্কুলে যেতে পারবে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় ৪০ লক্ষ পড়ুয়ারা।

vcvcbb

একদিকে বহুদিন পর স্কুল খোলার যেমন একটা আনন্দ রয়েছে। তেমনই যানজটেরও একটা সম্ভাবনা থেকে যচ্ছে। তবে এদিকে আবার বৃহস্পতিবার নবান্নে বাম সমর্থকদের উপর পুলিশি হামলার জেরে শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বাম সমর্থকরা। স্কুল খুললেও, ছাত্রছাত্রীরা সঠিকভাবে স্কুলে পৌঁছাতে পারবে কিনা, তা নিয়েও কিছুটা সংশয় তৈরি হয়েছে।

তবে এই নতুন করে স্কুলে যাওয়ার সময় বেশ কয়েকটি বিধি নিষেধ পালন করার নির্দেশিকা দেওয়া হয়েছে। যেমন- স্কুলে প্রবেশের আগে অবশ্যই হাত স্যানেটাইজ করতে হবে, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, টিফিন শেয়ার করা যাবে না, জল নিতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এক শ্রেণীকক্ষে বেশি সংখ্যক পড়ুয়াদের একসঙ্গে বসানো যাবে না এবং সর্বোপরি অভিভাবকদের কাছ থেকে সম্মতিপত্রও আনতে হবে।

School 1

এবিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘শুক্রবার থেকেই রাজ্যে স্কুল খুলে যাচ্ছে। ধর্মঘট মোকাবিলার জন্য সরকার সর্বোতভাবে প্রস্তুত রয়েছে। কোভিড বিধি কঠোরভাবে পালন বাধ্যতামূলক। ভুলেও এর অন্যথা করা যাবে না’।


Smita Hari

সম্পর্কিত খবর