১৯৯১-৯২ সালের পর ফের অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত।

এই মুহূর্তে করোনা ভাইরাসের জন্য পুরো বিশ্বজুড়ে করোনা মহামারী সৃষ্টি হয়েছে, তবে এই মহামারী শেষ হওয়ার পর অর্থাৎ বাইশ গজে ক্রিকেট ফিরলে এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এমনই পরিকল্পনা করে ফেলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সিইও কেভিন রবার্টস জানিয়েছেন অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে যে বর্ডার- গাভাস্কার ট্রফি অনুষ্ঠিত হত সেটা এই বছরে ফের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে দিয়ে হবে।

1991-92 সালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে শেষবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে এত বড় টেস্ট সিরিজ এই দুই দেশের মধ্যে আর সংঘটিত হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে করোনার পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে ফের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন হতে চলেছে। তবে এই ব্যাপারে এখনই স্পষ্ট ভাবে কিছু বলা যাচ্ছে না।

3184985218df307a572a67cd491b90b9e68e83203e075fb09c618d78a220943e7e32f0c6

করোনা ভাইরাসের জন্য বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বড়সড় ক্ষতির মুখে দাঁড়িয়ে। এই মুহূর্তে সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড চাইছে ভারতের সাথে যে টেস্ট সিরিজ রয়েছে সেটি পাঁচ ম্যাচের করবার। তবে এই বিষয়টি এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে আলোচনা স্তরেই রয়েছে। শেষ পর্যন্ত যদি এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হয় তবে তা দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে বলে জানা গিয়েছে।


Udayan Biswas

সম্পর্কিত খবর