বাংলা হান্ট ডেস্ক: সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমশ পরিবর্তিত হচ্ছে সবকিছু। আর এই পরিবর্তনকে মেনে নিয়েই এগিয়ে যাচ্ছে সমাজ এবং সভ্যতা। এমনিতেই একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে যে বিগত ২০-৩০ বছরের তুলনায় বর্তমানে জিনিসপত্রের দামেও বিরাট পরিবর্তন (Price Hike) ঘটেছে। এমতাবস্থায়, এহেন পরিবর্তন যে এখানেই বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। এটি ক্রমশ চলতে থাকবে। আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, বর্তমানে এক কোটি টাকার ভ্যালু পরবর্তী ২০ বছরে কোথায় পৌঁছতে পারে?
হ্যাঁ, প্রশ্নটি শুনে প্রথমে কিছুটা অবাক হলেও বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে ১ কোটি টাকার যা ভ্যালু রয়েছে সেটি মাত্র ২০ বছরের ব্যবধানে অনেকটাই কমে যাবে। আর এই পরিবর্তনের প্রধান কারণ হল মুদ্রাস্ফীতি। মূলত, মুদ্রাস্ফীতির ওপর ভর করেই টাকার ভ্যালুতে পতন আসে।
এমতাবস্থায় চলুন জেনে নিই, মাত্র ২০ বছরের ব্যবধানে টাকার ১ কোটির ভ্যালু কমে কোথায় পৌঁছতে পারে? এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই কয়েকটি বছরের ব্যবধানে ১ কোটি টাকার ভ্যালু কমে হবে ৩৬ লক্ষ টাকা। হ্যাঁ, ঠিকই পড়েছেন।
আরও পড়ুন: T20 বিশ্বকাপে এই তারকা খেলোয়াড়ই হবেন ভারতের “তুরুপের তাস”! নাম প্রকাশ্যে আনলেন জাহির
মূলত, এই পরিসংখানের ক্ষেত্রে মুদ্রাস্ফীতির বিষয়টিকে বিবেচনা করা হয়েছে। সেক্ষেত্রে গড় মুদ্রাস্ফীতির হার ধরা হয়েছে ৫ শতাংশ। অর্থাৎ, সোজা কথায় ৫ শতাংশ মুদ্রাস্ফীতির নিরিখে ২০ বছর পরে বর্তমানের ১ কোটি টাকার ভ্যালু কমে হবে মাত্র ৩৬ লক্ষ টাকা।
আরও পড়ুন: “ভারতকে সম্মান না করলে ক্ষতি হবে আমাদেরই” মইজ্জুকে ধুয়ে দিলেন মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি
জানিয়ে রাখি যে, এই গণনায় ডিক্লাইনিং ব্যালেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে। এমতাবস্থায় এটি স্বাভাবিকভাবেই অবাক করার মত বিষয়। কারণ, বর্তমানে ১ কোটি টাকার ভ্যালু মাত্র ২০ বছরের মধ্যেই কমে যেতে চলেছে অর্ধেকেরও বেশি। অর্থাৎ, আগামী দিনে, মুদ্রাস্ফীতির দাপট যে ভালোভাবে বজায় থাকছে তা আর বলার অপেক্ষা রাখে না।