ধর্ষণে অন্তঃসত্ত্বা বছর ১১-র নাবালিকা! মানবিক রায় দিল হাইকোর্ট, প্রশংসায় পঞ্চমুখ গোটা বাংলা

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা হাইকোর্টের নির্দেশে গর্ভপাত হবে ধর্ষিতা নাবালিকার। আদালত SSKM হাসপাতালকে নির্দেশ দিয়েছে এই গর্ভপাত (Abortion) করানোর। কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন দ্রুত এই ধর্ষিতা নাবালিকার গর্ভপাত করতে হবে SSKM হাসপাতালে।

তমলুক হাসপাতালে যথেষ্ট পরিকাঠামো না থাকায় বিচারপতি SSKM হাসপাতালে গর্ভপাত করানোর নির্দেশ দিয়েছেন। হাই কোর্টে তমলুক হাসপাতাল রিপোর্ট দিয়ে জানায়, ওই নাবালিকার শারীরিক ও মানসিক অবস্থা পরীক্ষা করে বোঝা গেছে গর্ভপাত করার প্রয়োজনীয়তা আছে। কলকাতা হাইকোর্ট গত বৃহস্পতিবার নির্দেশ দেয় ২৪ ঘন্টার মধ্যে মেডিকেল বোর্ড গঠন করার।

হাইকোর্ট (Calcutta Highcourt) নির্দেশ দিয়ে বলে মেডিকেল বোর্ডে অবশ্যই রাখতে হবে শিশুরোগ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞকে। ওই নাবালিকার স্বাস্থ্য পরীক্ষার জন্য বোর্ড গঠন করার নির্দেশ দেওয়া হয় পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য বিভাগের চিফ মেডিক্যাল অফিসার এবং তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজের সুপারকে।

আরোও পড়ুন : রাতে ট্রেনে উঠে সকালেই পৌঁছে যান দিঘা! সৈকত নগরীতে যাওয়ার নতুন ট্রেন চালু করল রেল

হাইকোর্টের বিচারপতির নির্দেশ মেনে মেডিকেল বোর্ডের সদস্যরা ৪৮ ঘন্টার মধ্যে ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করেন। সেদিন বিচারপতি জানান মেডিকেল রিপোর্ট দেখার পর হাইকোর্ট পরবর্তী সিদ্ধান্ত জানাবে। ধর্ষণের পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ১১ বছরের এক বালিকা। অন্তঃসত্ত্বা হওয়ার ছয় মাসের মাথায় বাবা-মা গর্ভপাত করানোর অনুমতি চেয়ে দ্বারস্থ হন আদালতের।

ক্লাস ফাইভ এর ওই নাবালিকাকে কয়েক মাস আগে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। নাবালিকা যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে সেই ব্যাপারটি বুঝতে পারেননি পরিবারের লোকেরা। পরিবারের লোকেরা গত মাসে চিকিৎসকের কাছে গেলে এই ব্যাপারটি সামনে আসে। এরপর ভবিষ্যতের কথা ভেবে পরিবারের লোকেরা সিদ্ধান্ত নেয় নাবালিকাকে গর্ভপাত করানোর।

আরোও পড়ুন : একসময় করতেন সাইকেল করে ওষুধ বিক্রি, আজ 80 হাজার কোটি টাকার ব্যবসা! চেনেন এই বাঙালিবাবুকে?

তবে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় উচ্চ আদালতে নির্দেশ ছাড়া এই কাজ সম্ভব নয়। দেশের আইন অনুযায়ী অন্তঃসত্তা হওয়ার ২০ সপ্তাহের মধ্যে গর্ভপাত করানো যায়। বিশেষ অবস্থায় তা ২৪ সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি করা যায়। কিন্তু তারপরে গর্ভপাত করাতে হলে নির্দেশ লাগে হাইকোর্টের বা উচ্চ আদালতের। তাই নাবালিকার পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।

young girl rape

পরিবারের আইনজীবী প্রতীক ধর এবং আইনজীবী চিত্তপ্রিয় ঘোষ আদালতে জানান, একটি দুর্ঘটনার কবলে পড়ে এই নাবালিকা মেয়েটি। মানসিক বা শারীরিক কোনও ভাবেই সে সন্তান জন্ম দেওয়ার জন্য প্রস্তুত নয়। আইনজীবীদের বক্তব্য, গণধর্ষণের ব্যাপারটি বুঝতে অনেক দেরি করে ফেলেছিল তারা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর