৩২ বছর পর রায়দান! হাসিনার কনভয়ে হামলায় পাঁচ পুলিশের মৃত্যুদণ্ডের নির্দেশে

বাংলা হান্ট ডেস্কঃ ৩২ বছর পর রায় দিল আদালত। পাঁচজন পুলিশের মৃত্যুদণ্ড দিল ঢাকার চট্টগ্রামের বিশেষ জজ আদালত। কী হয়েছিল আজ থেকে ৩২ বছর আগে?

১৯৮৮ সালে আওয়ামী লিগের সভানেত্রী ছিলেন তখন শেখ হাসিনা। চট্টগ্রামের লালদীঘি মাঠে আওয়ামী লিগের জনসভা ছিল সেদিন । সভায় যাওয়ার সময় ট্রাক আদালত ভবনের দিকে হাসিনার কনভয়ে হামলা হয় । অবাধ গুলিবর্ষণ চলতে থাকে । গুলিবিদ্ধ হয়ে ২৪ জনের মৃত্যু হয় । কোনও রকমে হাসিনার প্রাণ বাঁচাতে মানববেষ্টনী তৈরি করে আইনজীবী সমিতি ভবনে নিয়ে যাওয়া হয়।

sheikh hasina 1

৩২ বছর এর মামলা চলার পর সোমবার রায় দিল চট্টগ্রাম বিশেষ জজ আদালত ।মৃত্যুদণ্ড পাওয়া আসামীরা হলেন তত্কালীন পুলিশ আধিকারিক গোপাল চন্দ্র মণ্ডল, হাবিলদার প্রদীপ বড়ুয়া, কনস্টেবল মোস্তাফিজুর রহমান, মমতাজ উদ্দিন ও মহম্মদ আব্দুল্লাহ। এজের মধ্যে অবশ্য একজন জেসি মণ্ডল এখনও পর্যন্ত পলাতক । বাকিরা রায় ঘোষণার সময় আদালতেই ছিল ।মামালার আট জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে আগেই ।

এই মামলায় ৫৬ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে শেষ পর্যন্ত বিচারক পাঁচজনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন । তাদের প্রত্যেকেকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে। ৩২ বছর আগে হাসিনার কনভয়ে হামলার কারণে যে ২৪ জন মারা গিয়েছিলেন, তাঁরা হলেন, স্বপন চৌধুরী, বাহার উদ্দিন, পঙ্কজ বৈদ্য, রমেশ বৈদ্য, অজিত সরকার, সমর দত্ত, কামাল  হোসেন, সাজ্জাদ হোসেন, পলাশ দত্ত সহ আরও অনেকে ।

hanging

এই ২৪ জনের মৃত্যুর মামলা ৩২ বছর ধরে চট্টগ্রামের ওই আদালতে চলে । বর্তমানে শেখ হাসি বাংলাদেশের মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন। হাসিনার রাজত্বকালেই শাস্তি পেল ওই অভিযুক্ত পুলিশ আধিকারিকরা ।

 


সম্পর্কিত খবর