স্বাধীনতার পর প্রথম জ্বলল দীপাবলির প্রদীপ! ৭৫ বছর পর আলোর উৎসবে মাতল কাশ্মীরের এই মন্দির

বাংলা হান্ট ডেস্ক : আলোর উৎসবে মেতেছে গোটা দেশ। চারিদিকে এখন কেবল আলো আর আতসবাজির সমারোহ। আর বাকি দেশের সাথে জম্মু কাশ্মীরও (Jammu And Kashmir) মেতে উঠেছে দীপাবলির (Diwali) আনন্দে। দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথমবারের মত দীপাবলি উদযাপন করা হল জম্মু কাশ্মীরের একটি মন্দিরে (Sharada Mandir)। সূত্রের খবর, এই মন্দিরটি মুলত কুপওয়ারা জেলার টিটওয়ালে এলাকায় অর্থাৎ এলওসি সংলগ্ন।

এইদিন শারদা মন্দিরের এই পুজোয় উপস্থিত ছিলেন ১০৪ বিজয় শক্তি ব্রিগেড কমান্ডার কুমার দাস ও সেভ শারদা কমিটির প্রধান রবীন্দ্র পণ্ডিত। পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় মানুষরাও। উপস্থিত ছিলেন, তহসিলদার তংধর ইয়াদ কাদরী, কর্মী ডাঃ সন্দীপ মাওয়া, শারদা কমিটির সদস্য আজাজ খান, ইফতিখার, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ইলিয়াস, হামিদ মীর ও ত্রিভনির শিখরা।

   

সত্যনারায়ন পুজোর পর প্রসাদও বিতরণ করা হয় স্থানীয়দের মধ্যে। রবীন্দ্র পণ্ডিত জানান, গত ৭৫ বছরে এই প্রথমবার দীপাবলি উদযাপন হচ্ছে এখানে। এর আগে POK-এর নাগরিক সমাজের সদস্যরা চিলহানার দিকে এসে সাদা পতাকা নেড়ে দীপাবলির শুভেচ্ছা জানান রবীন্দ্র পণ্ডিত এবং অন্যান্য সদস্যদের। পাশাপাশি টিটওয়াল সমাজের সদস্যরা কেক কেটে দীপাবলি উদযাপন করেন।

আরও পড়ুন : এবার নিশানায় জইশ প্রধান আজহারের ঘনিষ্ঠ! জঙ্গি নেতার উপর গুলি বর্ষণ পাক মাটিতে

screenshot 2023 11 13 at 12 37 41 pm

ইতিহাস ঘাঁটলে জানা যায়, দেশভাগের আগে এখানে একটি মন্দির এবং গুরুদ্বার ছিল। তখন ধুমধাম করে দীপাবলি পালন করা হতো। তবে পরবর্তী সময়ে সেই মন্দির নাকি পুড়িয়ে ফেলা হয়‌। সেই থেকে আর কখনোই কোনও অনুষ্ঠান পালন করা হতনা এই মন্দিরে। তবে স্বাধীনতার ৭৫ বছর পর ফের একবার শুরু হল পুজো। এটা যে গোটা ভারতের জন্য গর্বের বিষয় সেকথা বলাই বাহুল্য।

আরও পড়ুন : নেই গাড়ি-বাড়ি, ব্যাঙ্কে রয়েছে মাত্র ৫৭৪ টাকা! নরেন্দ্র মোদীর সম্পত্তির খতিয়ান দেখলে চোখ কপালে উঠব

opindia 43 696x391

প্রসঙ্গত উল্লেখ্য, শারদা মন্দিরে মূলত দেবী সরস্বতী অধিষ্ঠান করেন। এটি একটি প্রাচীন মন্দির যা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের শারদার কাছে কিষাণগঙ্গা নদীর (নীলম নদী) তীরে অবস্থিত। স্বাধীনতার পর দীর্ঘসময় পর্যন্ত বন্ধ ছিল এই মন্দির। এরপর ২০২১ সালের ডিসেম্বরে পুনরায় মন্দিরের কাজ শুরু করে। একটি কমিটি গঠন করে মন্দির সংস্করণের কাজে হাত দেওয়া হয়। এরপর কাশ্মীরের উত্তর দিকে অবস্থিত টিটওয়াল গ্রামে এই মন্দির নির্মাণের কাজ শুরু করে এই কমিটি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর