অবশেষে রেহাই! দু’বছর পর পশ্চিমবঙ্গ থেকে উঠল নাইট কারফিউ সহ একাধিক বিধিনিষেধ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ ২ বছর পর সেই বহুকাঙ্খিত দিন এসে উপস্থিত। করোনার মত অদৃশ্য মারণ ভাইরাসের প্রকোপে রীতিমত স্তব্ধ হয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে সবকিছু। ক্রমশ সচল হয়েছে মানবজীবনও। অসুস্থতা-সংক্রমণ-মৃত্যুর নাগপাশ কাটিয়ে এবার যেন হাঁফ ছেড়ে বাঁচল বাংলা! আর সেই কারণেই আজ মধ্যরাত থেকেই রাজ্যে উঠে যাচ্ছে করোনার একাধিক বিধিনিষেধ।

রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হওয়ায় বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে নাইট কারফিউ তুলে দেওয়ার প্রসঙ্গ জানিয়ে দিল রাজ্য সরকার। মূলত এতদিন রাত ১২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কারফিউ বহাল থাকলেও এবার সেক্ষেত্রে আর কোনো বিধিনিষেধ থাকছেনা। তবে, নাইট কারফিউ উঠে গেলেও নতুন করে সংক্রমণ এড়াতে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ কিন্তু এখনও দেওয়া হচ্ছে।

এদিকে, বাংলার আগে, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকারও নিম্নমুখী করোনার জেরে রাজ্যে আরোপিত সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। এছাড়াও, এর আগে, ৩১ মার্চ থেকে সব রকমের করোনাবিধি তুলে দেওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি, জানিয়ে দেওয়া হয় যে, কেউ যদি করোনাবিধি লঙ্ঘন করেন, সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা আইনে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের করোনা বুলেটিন থেকে জানা গিয়েছে যে, গত বুধবার রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ জন। পাশাপাশি, সুস্থ হয়েছেন ৬৬ জন। বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৭ হাজার ৩১৫। এছাড়াও, প্রাণ হারিয়েছেন ২১ হাজার ১৯৭ জন। সক্রিয় রোগীর সংখ্যা হল ৬৩৬। সবমিলিয়ে রাজ্যে করোনার প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ১৯ লক্ষ ৯৫ হাজার ৪৮২ জন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X